এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো তিনশো রান করলো বাংলাদেশ। শেষ ম্যাচে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৬ রান করে টাইগাররা। তবে ব্যাটিং উইকেটে এই রান সামান্যই বলা চলে। আর বিশেষ করে বিপক্ষ দলে যদি অস্ট্রেলিয়ার মতো পরাশক্তি থাকে।
ভালো ব্যাটিং উইকেটে বরাবরই বাংলাদেশের ব্যাটাররা তেমন আশানরূপ পারফর্ম করতে পারেনি। অন্য দল যেখানে ৩৫০ এর বেশি করে বাংলাদেশ সেখানে তিনশো করতেই খাবি খায়।
বাংলাদেশ দলের প্রতিনিয়ত তিনশো করার অভ্যাস গড়ে তোলা উচিত বলে মনে করেন বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ‘দেখেন এরকম বোলিংয়ের বিপক্ষে আমরা তিনশো রান করেছি। রানআউট গুলো যদি না হতো, মাঝে যদি বড় জুট যদি হতো তাহলে হয়তো ওখান থেকে আমরা সাড়ে তিনশোই করতাম।’
শান্তের মত আমাদের তিনশো কিংবা সাড়ে তিনশো করার অভ্যাস গড়ে তোলা উচিত। ‘এটাও সত্য যে আমরা যত ভালো উইকেট খেলবো তত ভালো করবো। ঐ অভ্যাসটা দরকার। আমরা জানি কীভাবে ২৬০ করতে হয়, ঐ অভ্যাসটা যদি গড়ে ওঠে তাহলে আমরা তিনশো কিংবা সাড়ে তিনশো করতে পারবো।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।