টানা দ্বিতীয়বারের মতো আঙুলে চোট পেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে স্লিপে ক্যাচিং অনুশীলনের সময় চোট পান তিনি।
স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের গ্রাউন্ডে আসেন অনুশীলন করতে। অনুশীলনের শুরুতেই বাংলাদেশি ক্রিকেটাররা ফুটবল খেলতে নামেন। তারপর খেলা শেষে শান্ত যান ক্যাচিং অনুশীলন করতে। তখনই আঙুলের পুরনো চোটের জায়গায় আবারও চোট পান তিনি।
সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে আসেন ফিজিও। কিছুক্ষণ সুশ্রুষার পর অবশ্য তিনি স্বভাবিকভাবে মাঠে ছিলেন। কোচের সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায় তাকে। তারপর কোচের সঙ্গে উইকেটও দেখতে যান। তবে আর কোনো অনুশীলন করেননি তিনি।
সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার আঙুলে আঘাত পেলেন শান্ত। গলে প্রথম টেস্টের আগে অনুশীলনেই প্রথমবার আঘাত পেয়েছিলেন, এরপর ব্যথা নিয়েই খেলেছিলেন পুরো ম্যাচ। তবে এবার নতুন করে চোট পাওয়ার পর পুরো অনুশীলন সেশন থেকেই বিরত থাকেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাটিং ও ফিল্ডিং, কোনও অনুশীলনেই আর অংশ নেননি তিনি।
দলের ব্যবস্থাপনা বিভাগ শান্তর অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।