ঢাকাSaturday , 30 September 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আতহার আলীসহ বিশ্বকাপে ধারাভাষ্য দেবেন যারা

Sahab Uddin
September 30, 2023 1:05 am
Link Copied!

অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। আসরটি সামনে রেখে আজ (শুক্রবার) ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি।

বিশ্বকাপের ধারাভাষ্যকক্ষে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আতহার আলী খান। এ ছাড়া বিশ্বকাপজুড়ে শোনা যাবে রিকি পন্টিং, নাসের হুসেইন, শেন ওয়াটসন ও ইয়ান বিশপদের মতো কিংবদন্তিদের কণ্ঠস্বর।

কে কোন বিভাগে ধারা বর্ণনা দেবেন সেটিও বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে আইসিসি। আইসিসি টিভিতে ধারাভাষ্য দেবেন রিকি পন্টিং ও ইয়ন মরগ্যান। তাদের সঙ্গে আরও থাকছেন শেন ওয়াটসন, লিসা স্থালেকার, রমিজ রাজা, রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, সুনিল গাভাস্কার ও ম্যাথু হেইডেনরা। ম্যাচ পূর্ববর্তী, ইনিংস বিরতি ও ম্যাচ পরবর্তী

অন্যদিকে ধারাভাষ্য কক্ষে থাকবেন নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপ। এই তিনজন গতবারের বিশ্বকাপ ফাইনালেও ধারাভাষ্য কক্ষে উপস্থিত ছিলেন। এ ছাড়া ধারাভাষ্য কক্ষে আরও দেখা যাবে ওয়াকার ইউনিস, শন পোলক, আঞ্জুম চোপড়া, মাইকেল আর্থারটনদের। তাদের সঙ্গে যোগ দেবেন সিমন ডুল, এমপুমেলেলো বাঙ্গওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, ক্যাটি মার্টিন, দিনেশ কার্তিক, ডার্ক নেনেস, স্যামুয়েল বদ্রি ও রাসেল আরনল্ড।

আইসিসি কমেন্টারি প্যানেলে না থাকলেও ব্রডকাস্ট চ্যানেলগুলোর সঙ্গে চুক্তি করার সুবাদে থাকছেন হার্শা ভোগলে, কাস নাইডো, মার্ক নিকোলস, নাটালিয়ে জারমানোস, মার্ক হওয়ার্ড ও ইয়ান ওয়ার্ডরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।