গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ফর্মে ছিলেন না মুশফিকুর রহিম। ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাট হাতে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। দুই ম্যাচ খেলে করেছেন মাত্র ২ রান। দলের আরেক সিনিয়র সদস্য মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে মুশফিকের অবসর নিয়েও আলোচনা জোরাল হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে। অবশেষে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই উইকেটকিপার। মুশফিকের অবসরে তাকে শুভকামনা জানিয়েছেন রিয়াদও।
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে রানের খাতা খুলতে ব্যর্থ হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও মাত্র ২ রান করেই আউট হয়েছিলেন এই উইকেটকিপার। তবে তার এই ফর্মহীনতার শুরু ২০২৩ এর ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই। সাদা বলের ক্রিকেটে মুশফিকের শেষ দেখতে পাচ্ছিলেন অনেকেই।
দুই বছর পর আরেকটি বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের পথে হাঁটতে ইচ্ছুক বিসিবি। দিনকয়েক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন, দলে জায়গা পেতে মুশফিক-রিয়াদদের নিজেদের প্রমাণ করেই আসতে হবে। এ যেন প্রচ্ছন্নভাবে বিদায়েরই ইঙ্গিত।
দেশের ক্রিকেটের সিনিয়র দুই তারকার অবসর নেয়া-না নেয়া নিয়ে তুমুল আলোচনার মাঝেই গতকাল বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সিদ্ধান্ত জানান মুশফিক। জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত।
মুশফিকের অবসরের সিদ্ধান্তের পর জাতিয় দলের সাবেক ও বর্তমান তারকাদের অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন। মাহমুদউল্লাহ রিয়াদ তাদেরই একজন।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যেকোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে। নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।’
অবসরের চাপে আছেন ৩৯ বছর বয়সী রিয়াদও। মুশফিকের মতো অফফর্মে না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ তিনিও। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ উইকেট বিসর্জন দিয়ে এসেছেন মাত্র ৪ রান করেই। বয়স এবং ফিটনেসও তার পক্ষে কথা বলছে না। দেখার বিষয় তিনি এবার সতীর্থ মুশফিককে অনুসরণ করেন কি-না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।