পুনেতে ভারতের বিপক্ষে খেলা হয়নি সাকিব আল হাসানের। মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন কি না সেটা নিয়েও আছে অনিশ্চয়তা। যদিও রবিবার দলের অনুশীলনে শুরু থেকেই ছিলেন বাংলাদেশের অধিনায়ক। তবে অনুশীলন মাঠে এদিন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে দেখা যায়নি কোথাও।
রবিবার ওয়াংখেড়েতে স্থানীয় সময় দুপুর ২টা থেকে ছিল অনুশীলন। তার এক ঘণ্টা আগেই মাঠে প্রবেশ করে বাংলাদেশ দল। টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামের তত্ত্বাবধানে শুরু হয় ক্রিকেটারদের অনুশীলন পর্ব। টেকনিক্যাল পরামর্শক শ্রীরামের সঙ্গে সহকারী কোচ নিক পোথাস অনুশীলন তদারকি করেন। যদিও টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, হাথুরুসিংহে অসুস্থতার কারণে অনুশীলনে আসতে পারেননি।
এদিকে ওয়ার্মআপে সাকিবকে স্বাভাবিকভাবেই ফুটবল খেলতে দেখা গেছে। রানিংয়ে স্বাভাবিক ছিলেন। পরে নেটে ব্যাটিং অনুশীলনে নামেন তিনি। থ্রো ডাউন ও স্পিনারদের বল খেলতে দেখা যায় তাকে।
সাকিব ছাড়া ইনজুরিতে আছেন তাসকিন আহমেদ। ভারত ম্যাচে একাদশের বাইরে থাকা এই পেসার রবিবার বোলিং করেছেন। যদিও মুম্বাইতে তাকে পাওয়া নিয়ে সংশয় থাকছেই।
উড়তে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ। শনিবার মুম্বাইতেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে প্রোটিয়ারা। ওয়াংখেড়ের ব্যাটিংবান্ধব উইকেটে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পাশাপাশি বাংলাদেশ দলকে চ্যালেঞ্জ নিতে হবে মুম্বাইয়ের অসহনীয় গরমকেও। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আজ নির্ধারিত সময়ের আগেই মাঠে নেমেছিল বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।