ঢাকাSunday , 18 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সব পজিশনে ব্যাট করা নিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান হৃদয়

BDKL DESK
January 18, 2026 9:50 pm
Link Copied!

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। এদিন ওপেনিংয়ে নেমে ব্যাট হাতে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন তাওহীদ হৃদয়। পরে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং পজিশন, মানসিকতা ও দলের চাওয়া নিয়ে বিস্তারিত কথা বলেন এই ক্রিকেটার।

হৃদয় বলেন, ‘পেশাদার খেলোয়াড় হিসেবে সব জায়গায় খেলার অভ্যাস রাখা উচিত। সব জায়গায় কীভাবে মানিয়ে নেওয়া যায়, সেটা খুব গুরুত্বপূর্ণ। টি-২০ ফরম্যাটে অনেক বড় বড় খেলোয়াড়ের পারফরম্যান্সও ওঠা-নামা করে।’

পরে দলের প্রয়োজনে ওপেনিংয়ে নামা নিয়ে হৃদয় বলেন, ‘যখন দল আমাকে ওপেনিং করার সুযোগ দিয়েছে, আমি বলেছি আমার কোনো সমস্যা নেই। কারণ, আমি নিজে থেকে মানসিকভাবে প্রস্তুত থাকি, আমাকে যখন যেখানেই ব্যাট করতে হয় যেন অবদান রাখতে পারি।’

নিজের চেয়ে দলকে বড় করে দেখেন হৃদয়, ‘আমি যদি সত্যি বলি, আমার কাছে মনে হয় যে খেলোয়াড় হিসেবে আমাকে যেখানে সুযোগ দিবে, দলের চাহিদা যেখানে আমি সেখানেই প্রস্তুত। কারণ এটা তো দিন শেষে দলীয় খেলা। এটা তো আমার নিজের খেলা না।’

তিনি আরও বলেন, ‘এটা যদি আমার এলাকার খেলা হলে আমাকে সামনে দিতে বলতাম। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে, আমি চেষ্টা করব এভাবে দলকে সার্ভ করার জন্য। আর এভাবেই চেষ্টা করব দলের জন্য যতটুকু অবদান রাখতে পারি।’

আগেও বিপিএলে ইনিংস উদ্বোধন করেছেন হৃদয়। সেই অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘হয়তো। আমি ওভাবে চিন্তা করিনি। যেটা বললাম যে, ওপেন জিনিসটা আমি গত কয়েক বছর করছি বিপিএলে। মিডলেও খেলেছি, ওপরেও খেলেছি। পরিকল্পনা থাকে একটাই যে আমি যখনই যেখানে সুযোগ পাবো দলের জন্য অবদান রাখতে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।