রিজান হোসেনের সেঞ্চুরি ও কালাম সিদ্দিকী আলীনের ফিফটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় পুঁজি পেল টাইগার যুবারা।
লাফবোরোর হাসলেগ্রেভ গ্রাউন্ডে শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করলো আজিজুল হাকিমের দল। রিজান ১০০ আর আলীন ৬৮ রান করে আউট হন। ইংলিশদের পক্ষে ৬৮ রান খরচায় সর্বোচ্চ ৫ উইকেট নেন মিন্টো। এছাড়া ৩ উইকেট নিয়েছেন হ্যাটন-লোয়ে।
আগামী বছরের শুরুতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপের ১৬তম আসর। তার আগে নিজেদের গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফর শেষে এবার নিজেদের আরও ঝালিয়ে নিতে ইংল্যান্ড সফরে যুবারা। ইংলিশদের বিপক্ষে মোট পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে যুবারা।
প্রথম ম্যাচে ব্যাট হাতে ভালোই দ্যুতি ছড়িয়েছেন যুবারা। এদিন শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি যুবাদের। দলের খাতায় ৬৯ রান যোগ করতে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বসে তারা। জাওয়াদ আবরার ৩৮ বলে ৪০, রিফাত বেগ ১৮ বলে ১১ আর আজিজুল হাকিম তামিম ১৩ বলে ৯ রান করে আউট হন।
চতুর্থ উইকেট প্রতিরোধ গড়ে বড় জুটি গড়ে তোলেন রিজান ও আলীন। দুজনের জুটিতে আসে ১৪৮ রান। ৮৪ বলে ৬৮ রান করে আলীন আউট হলে ভাঙে সে জুটি। তবে একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন রিজান। ১০১ বলে ১০০ রান করে বিদায় নেন তিনি। শেষদিকে সামিউন বসির রাতুল ১৩ বলে ২১ আর আল আমিন ২২ বলে ২৫ রানের অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দিতে সহায়তা করেন।
সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিতে বাকি দায়িত্বটা এবার পালন করতে হবে বোলারদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।