পরপর দুই ওভারে আক্রমণে এসে দুই উইকেট তুলে নিলেন স্পিনার রাবেয়া খান। মাঝে দারুণ এক রান আউটে সাজঘরে ফেরেন আক্রমণাত্মক হয়ে ওঠা সুজি বেটস। তাতে শুরুর চাপ সামলে লড়াইয়ে ফিরলো বাংলাদেশ।
গুয়াহাটিতে শুক্রবার (১০ অক্টোবর) নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪০ রান কিউইদের।
এদিন টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পায় নিগার সুলতানা জ্যোতির দল। বল হাতে পাকিস্তান ও ইংল্যান্ডের মতো এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে জ্বলে উঠতে পারলেন না পেসার মারুফা আক্তার। তাতে ক্রিজে আধিপত্য করছিল কিউইরা। ৮ ওভার শেষে বিনা উইকেটেই ৩৫ রান তুলে ফেলেছিল তারা। বেশ আক্রমণাত্মক খেলছিলেন বেটস। ৩৩ বলে ৬ চারের মারে একাই ২৯ রান করেছিলেন তিনি।
তবে নবম ওভারে গিয়ে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। রাবেয়াকে ডাউন দ্য উইকেটে খেলতে এসে বল মিস করে স্টাম্পিংয়ের শিকার হন ১৮ বলে ৪ রান করা জর্জিয়া প্লিমার। এক বল পর রান আউট হন বেটস। নতুন ব্যাটার অ্যামেলিয়া কের ব্যাকওয়ার্ড পয়েন্টে ঠেলে দিয়ে রান নেয়ার চেষ্টা করেছিলেন। তবে সুমাইয়া আক্তার দ্রুত বল কুড়িয়ে জ্যোতির হাতে বল পাঠিয়ে দেন। ঝাঁপিয়েও পপিং ক্রিজে প্রবেশ করতে পারেননি বেটস।
মাঝে নাহিদা আক্তারের এক মেডেনের পর একাদশ ওভারে আবার আক্রমণে আসেন রাবেয়া। তার করা ওভারের শেষ বলে লাইন মিস করে বোল্ড হন কের। ১০ বলে ১ রানে থামেন তিনি। ম্যাচ আপাতত টাইগ্রেসদের নিয়ন্ত্রণে। কিউদের চাপ থেকে বের করে আনার চেষ্টা করছেন দুই নতুন ব্যাটার ব্রুকি হ্যালিডে ও সোফি ডিভাইন।
পরিসংখ্যানে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। মুখোমুখি ৫ ম্যাচে কোনো জয় পায়নি টাইগ্রেস। যদিও এবারের আসরে নিগাররা এক জয় পেলেও এখনো জয়হীন নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের চার নম্বরে উঠে আসবে লাল-সবুজ।
নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাবনা জাগিয়েও জয় তুলতে পারেনি জ্যোতিরা। সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে কিউইদের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ লাল সবুজদের জন্য।
নিউজিল্যান্ড একাদশ: সুজি বেটস, জর্জিয়া প্লিমার, অ্যামেলিয়া কের, সোফি ডিভাইন অধিনায়ক), ব্রুকি হ্যালিডে, ম্যাডি গ্রিন, ইসাবেলা গেজ (উইকেটরক্ষক), জেস কের, লিয়া তাহুহু, ইডেন কার্সন ও রোজমেরি মাইর।
বাংলাদেশ একাদশ: রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সোবানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।