ঢাকাThursday , 20 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ব্যাটে-বলে দাপট দেখিয়ে চালকের আসনে বাংলাদেশ

BDKL DESK
November 20, 2025 9:52 pm
Link Copied!

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটি শুরু হয়েছিল মুশফিকুর রহিমের ঐতিহাসিক শতকের মধ্য দিয়ে, আর শেষ হলো টাইগার স্পিনারদের সামনে আয়ারল্যান্ডের ব্যাটিং ধসের মাধ্যমে। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৭৬ রানে। জবাবে দিন শেষে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৯৮ রান তুলেছে।
৯৯ রান নিয়ে দিন শুরু করা মুশফিকুর রহিম প্রত্যাশিতভাবে দিনের দ্বিতীয় ওভারেই তার ত্রয়োদশ টেস্ট শতক (১০৪ রান) পূর্ণ করেন। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে তিনি স্পর্শ করেন মুমিনুল হককে। এরপর দ্রুতই দাপুটে ব্যাটিংয়ে লিটন কুমার দাস তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ৮ চার ও ৪ ছক্কায় তিনি করেন ১২৮ রান। মুশফিক-লিটন জুটি থামে ১০৮ রানে।

মুশফিকের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজ (৪৭) ও ইবাদত হোসেন চৌধুরী (১৮) লোয়ার অর্ডারে দ্রুত কিছু রান যোগ করলে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৪৭৬ রানে। আয়ারল্যান্ডের পক্ষে অ্যান্ডি ম্যাকব্রাইন আগের দিনের ৪টির সঙ্গে আরও দুটি উইকেট যোগ করে মোট ৬টি উইকেট নেন।

৪৬৭ রানের বিশাল বোঝা নিয়ে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। উদ্বোধনী জুটি ৪১ রানে সৈয়দ খালেদ আহমেদ ভাঙেন ২৭ রান করা পল স্টার্লিংকে ফিরিয়ে। এরপরই স্পিনারদের সামনে আইরিশ ব্যাটারদের টিকে থাকার লড়াই শুরু হয়, যেখানে তারা পুরোপুরি ব্যর্থ। উইকেটে বল নিচু হওয়া এবং গ্রিপ করার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের স্পিনাররা দাপট দেখান।

বালবার্নি ও কার্টিস ক্যাম্ফারকে ফেরান হাসান মুরাদ। এর মাঝে কেড কারকাইমেলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। প্রথম স্পেলে সুবিধা করতে না পারা তাইজুল দ্বিতীয় স্পেলে ফিরে বিদায় করেন হ্যারি টেক্টরকে। দিন শেষে আয়ারল্যান্ড ৫ উইকেটে ৯৮ রান তুলেছে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১.১ ওভারে ৪৭৬ (মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭; ম‍্যাকব্রাইন ১০৯/৬, হামফ্রিজ ১৫১/২, হোয়ে ১১৫/২)।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, টাকার ১১*, ডোহেনি ২*; খালেদ ৩০/১, তাইজুল ৩২/১, মুরাদ ১০/২, মিরাজ ১১/১)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।