নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (আইসিসি)। আইসিসির অনুরোধের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। এবার বিসিবিকে বোঝাতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকু জানি, আমাকে আমিনুল সাহেব জানিয়েছেন, যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশ কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার সুযোগ নেই।’
এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বিসিবিকে অনুরোধ জানায় আইসিসি। তবে বিসিবি সাফ জানিয়ে দেয়, তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
