ঢাকাWednesday , 8 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিসিবি নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

BDKL DESK
October 8, 2025 7:25 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা এবার দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিয়েছেন। নিজেদের দাবি-দাওয়া না মানা ও পূর্বের হুমকি বাস্তবায়নের অংশ হিসেবে আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিসিবি’র নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে বয়কট করা ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তিনি নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও উল্লেখ করেছেন।

ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের বড় একটি অংশ সম্প্রতি অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল। সংগঠকদের এই হুমকি সত্ত্বেও গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বুলবুল সভাপতি নির্বাচিত হন। তারই প্রতিক্রিয়ায় আজ ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। একই সাথে, নিজেদের ‘বিদ্রোহী ক্লাব সংগঠক’ বলার কারণেও তারা আপত্তি জানিয়েছেন।

বিসিবি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার ক্লাব সংগঠকরা তাদের তিনটি প্রধান শর্ত জানিয়েছিলেন। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবিগুলো ছিল—
১. বিসিবি’র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল। ২. বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। ৩. পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

এই দাবি না মানলে তারা ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিলেন, যার বাস্তবায়ন দেখা গেল আজ। ক্লাব সংগঠকদের এই বর্জন দেশের ঘরোয়া ক্রিকেটে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।