ঢাকাWednesday , 5 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিপিএলে নতুন কোচ নিয়োগ দিলো রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি

BDKL DESK
November 5, 2025 8:00 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল পেতে আবেদন করেছিল ১১ প্রতিষ্ঠান। সেখান থেকে প্রাথমিক যাচাই–বাছাইয়ের পর আর্থিক স্বচ্ছতা এবং কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে ৫টি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

যেখানে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে নাবিল গ্রুপ। দলটির নাম রাখা হয়েছে রাজশাহী স্টারস।
মালিকানা পেয়েই এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে। যার অংশ হিসেবে নতুন কোচ হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে উত্তরবঙ্গের দলটি।

বুধবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোষ্টে হান্নান সরকারকে নতুন কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী স্টারস ফ্র্যাঞ্চাইজি। হান্নানের পাশাপাশি কোচিং স্টাফে আরও বেশ কয়েকজন দেশি কোচকে দেখা যেতে পারে।

বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট এবং ২০ ওয়ানডে খেলেছেন হান্নান। খেলোয়াড়ি জীবন শেষে ২০১০ সালে বিসিবির লেভেল-ওয়ান এবং পরবর্তীতে লেভেল-টু কোচিং কোর্স করেন তিনি। কোচিং কোর্স করানোর পর কোচ হিসেবে যাত্রা শুরু করেন তিনি। বিপিএলের প্রথম দুই আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচের দায়িত্বে ছিলেন বাংলাদেশের সাবেক এই ব্যাটার। দুই মৌসুম পর ফ্র্যাঞ্চাইজিটি বিপিএলে আর অংশ নেয়নি।

পরবর্তীতে রাজশাহী কিংসেও সহকারী কোচ ছিলেন হান্নান। এ ছাড়া ডিপিএলে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটিং কোচও ছিলেন। এ ছাড়া এনসিএল ও বিসিএলেও কাজ করেছেন কোচ হিসেবে। কোচিংয়ের পাশাপাশি বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের মার্চে হান্নান যোগ দেন জাতীয় নির্বাচক প্যানেলে। যদিও খুব বেশিদিন সেই দায়িত্বে থাকেননি।

২০২৫ সালে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়ে ডিপিএলে আবাহনীর প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। মূলত কোচিংয়ে ক্যারিয়ার গড়তেই এমন সিদ্ধান্ত নেন হান্নান। আকাশি-নীলদের চ্যাম্পিয়ন করে আগামী ডিপিএলের জন্য যোগ দেন লিজেন্ডস অব রূপগঞ্জে। কদিন আগে অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচের দায়িত্বেও ছিলেন হান্নান। লম্বা সময় পর আবারও বিপিএলে ফিরলেন তিনি।

উল্লেখ্য, রাজশাহীর বাইরে বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য দল পেয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। যেখানে রংপুরের মালিকানায় দেখা যাবে টগি স্পোর্টসকে। এ ছাড়া ঢাকার চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান), চট্টগ্রামের ট্রায়াঙ্গাল সার্ভিস এবং সিলেটের মালিকানায় দেখা যাবে ক্রিকেট উইথ সামিকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।