আর মাত্র কিছুদিন পরই পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরের। নিলাম শেষে দলগুলো এখন ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে ভক্তদের জন্য বড় সুখবর-বিপিএল মাতাতে আসছেন টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় ১৩ হাজার রান করা ভয়ংকর ব্যাটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং।
জানা গেছে, আসন্ন বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলবেন আয়ারল্যান্ডের এই অভিজ্ঞ তারকা। এর আগেও বিপিএলে নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন স্টার্লিং। শুধু বিপিএল নয়, বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার- পিএসএল, সিপিএল, এপিএল ও এসএ টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে নিয়মিতই আলো ছড়িয়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫৬ ম্যাচ খেলে স্টার্লিংয়ের সংগ্রহ ৩ হাজার ৭৯৮ রান। আর স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৮৪ ম্যাচে করেছেন ৮ হাজার ৯৭৭ রান অর্থাৎ সবমিলিয়ে প্রায় ১৩ হাজার রানের এক বিধ্বংসী ব্যাটার তিনি।
বিপিএলে এখন পর্যন্ত তিনটি দলের হয়ে ২২ ম্যাচ খেলেছেন স্টার্লিং। ১৪৫ স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে এসেছে ৪৪৩ রান। পাশাপাশি বল হাতেও অবদান রেখেছেন এই আইরিশ অলরাউন্ডার, শিকার করেছেন ৪টি উইকেট।
নিজের দিনে ব্যাট হাতে ভয়ংকর রূপ নিতে পারেন স্টার্লিং- এ কথা নতুন করে বলার কিছু নেই। পিএসএল ও এসএ টি-টোয়েন্টিতে ১৬৬ স্ট্রাইকরেটে ব্যাট করার নজির রয়েছে তার। চট্টগ্রাম রয়্যালসের জার্সিতে এবারও তার এমন বিধ্বংসী ব্যাটিংয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড
মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ, মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম, সালমান হোসেন, শুভাগত হোম, জাহিদুজ্জামান সাগর, নিরোশান ডিকভেলা, পল স্টার্লিং, চারিথ আসালঙ্কা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
