পঞ্চাশ ওভারের ক্রিকেটে ছয়টি ম্যাচ খেলতে চলতি বছরের এপ্রিলে শ্রীলংকায় যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই দলটির জন্য নতুন করে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১১ মার্চ) এক বিবৃতি দিয়ে সফরের সূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
অর্ধ মাসব্যাপী নতুন এই সফর শুরু হবে ২৪ এপ্রিল। ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। দুদিন পর দ্বিতীয়টি। এরপর ১ মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো।সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়। তবে খেলা কখন শুরু হবে, সেটি এখনও নির্ধারণ করা হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।