ঢাকাSunday , 7 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশকে নিয়ে ভারতের খোঁচা, জবাব দিলেন জাকের আলী

BDKL DESK
September 7, 2025 6:19 pm
Link Copied!

আর একদিন পরেই সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। মধ্যপ্রাচ্যের দেশটির দুই শহর দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ফরম্যাটের আট জাতির মহাদেশীয় এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এই আসরের আগে বাংলাদেশ দলকে নিয়ে খানিকটা তাচ্ছিল্যভরে মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া। তার মতে, এবারের আসরে গ্রুপ পর্বেই থেমে যাবে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

বাংলাদেশের দুর্বলতা হিসেবে আকাশ চোপড়া উল্লেখ করেন, দলের অতিমাত্রায় লিটন দাস নির্ভরতা। এছাড়া ট্রফি জয়ের অভাবকেও বাংলাদেশ দলের পিছিয়ে পড়ার কারণ হিসেবে দেখছেন তিনি। তবে এসব সমালোচনায় কান দিচ্ছেন না টাইগার উইকেটকিপার ব্যাটার জাকের আলী।

রোববার (৭ সেপ্টেম্বর) এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাকের আলী। এসময় আকাশ চোপড়ার মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব।’

তিনি আরও যোগ করেন, “ড্রেসিং রুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সার্বিকভাবে আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফিটনেস ক্যাম্প থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ পর্যন্ত আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। তাই আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।”

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ সেপ্টেম্বর, আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।