আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে। এরই মধ্যে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, তিনি অজ্ঞাত নম্বর থেকে হুমকির ফোন পেয়েছেন। অন্যদিকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তাই দুয়ে দুয়ে চার মিলিয়ে এ হুমকির বিষয়ে তামিমের দিকেই আঙুল তুলছে অনেকে। তবে এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তামিম ইকবাল।
সম্প্রতি বিসিবি সভাপতি বুলবুলের দাবি করেন, ২–৩ দিন আগে তাকে ফোনে বলা হয়েছিল, নির্বাচন না করলে হয় না? বিষয়টি জানিয়ে তিনি নিরাপত্তা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকারি বন্দুকধারী নিয়োগের অনুরোধও জানিয়েছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে।
এ বিষয়ে তামিম ইকবাল একটি বেসরকারি টেলিভিশনে বলেন, আমি ক্রিকেটার, সন্ত্রাসী না। যদি সত্যিই এমন কল হয়ে থাকে, তাহলে খুবই দুঃখজনক। তবে নাম্বার থাকলে তা ট্রেস করা সম্ভব। লুকোচুরি না করে বিষয়টি স্পষ্টভাবে জানানো উচিত।
তামিম আরও পরামর্শ দেন, বুলবুল চাইলে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন। এতে আসলেই হুমকি হয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে। উনি যদি ওনার সেফটির কথা চিন্তা করেন তাহলে উনি যে চিঠি দিয়েছেন সেখানে নাম্বারসহ উল্লেখ করে দেয়া উচিত। যদি এরকম কিছু না হয় এটাও পরিষ্কার করে দেয়া উচিত যে এরকম কিছু হয় নাই।
বিসিবি সভাপতি হিসেবে বুলবুলের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে তামিম জানান, মাত্র তিন মাস দায়িত্বে থাকার কারণে এখনই তার কাজের ওপর ইতিবাচক বা নেতিবাচক মন্তব্য করা ঠিক হবে না।
তামিমের ভাষায়- আমি শুনেছি উনি অনেক কাজ করছেন। তবে তিন মাস সময় খুবই কম। এখনই মূল্যায়নের সময় নয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।