ঢাকাWednesday , 7 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

নাসির-ঝড়ে নোয়াখালী এক্সপ্রেস বিপিএল-চ্যুত

BDKL DESK
January 7, 2026 9:30 pm
Link Copied!

আগের ম্যাচে ৬১ রানে গুটিয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেসের এবারও তেমন কিছুর শঙ্কায় পড়ে গিয়েছিল। ৪০ রানে হারিয়েছিল তারা ৫ উইকেট। পরে হায়দার আলি ও মোহাম্মদ নাবির লড়াইয়ে ১৩৩ রান তুলতে পেরেছিল তারা। কিন্তু নাসির হোসেনের ৫০ বলে ৯০ রানের ঝড়ো ইনিংসে উড়ে গেছে তারা। ইমাদ ওয়াসিমকে সাথে নিয়ে প্রায় ৬ ওভার হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

টানা তিন ম্যাচ হারার পর তাদের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে প্রথম বার খেলতে আসা নোয়াখালীর পাচ ম্যাচে হারলো পঞ্চমবার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় ইনিংসের দ্বিতীয় বলেই হাসান মাহমুদের শিকার হন রহমানুল্লাহ গুরবাজ (০)। ক্রিজে গিয়ে তৃতীয় ওভারেই আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুনের বিদায় দেখেন নাসির। সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন তিনি। মোহাম্মাদ নাবিকে চার মারেন তিনি চারটি। মাজ সাদাকাতের ওভারে তিন চার এক ছক্কায় রান নেন ১৮। এরপর রেজাউর রহমান রাজার ওভারে তিন বাউন্ডারিতে পঞ্চাশ পেরিয়ে যান তিনি পাওয়ার প্লেতেই। ২১ বলে ফিফটি এবারের বিপিএলের মতো নাসিরের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম।

নাসিরের বাউন্ডারির জোয়ারে আরেক প্রান্তে ইরফান শুক্কুর তখন কেবল দর্শক। জুটির ৫০ রানে তার অবদান ছিল মাত্র ৬। জাতীয় দলের সহ-অধিনায়ক সাইফ হাসানের বদলে একাদশে সুযোগ পাওয়া ইরফান আউট হয়ে যান ১২ রান করে। ঢাকার তাতে খুব একটা সমস্যা হয়নি। স্ট্রোকের ভেলায় ইমাদ ওয়াসিমকে নিয়ে জয়ের তীরে পৌঁছে যান নাসির। অবিচ্ছিন্ন এই জুটিতে ৪০ বলে আসে ৬৪ রান। ম্যাচের প্রথম ভাগে দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে ইমাদ অপরাজিত থাকেন ১৬ বলে ২৯ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই পিছিয়ে পড়ে নোয়াখালী। ১০ ওভারের মধ্যে মাত্র ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। আরও একবার হতাশ করেন হাবিবুর রহমান সোহান (১৩ বলে ৬), সৌম্য সরকার (৬ বলে ১), মুনিম শাহরিয়ার (৬ বলে ২) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৯ বলে ৪)।

পরে হাল ধরেন মোহাম্মদ নবী ও হায়দার আলি। দুজন মিলে গড়েন ৬৪ বলে ৯০ রানের জুটি। হায়দার ৩৬ বলে ৪৭ রান করে আউট হন। নবী অপরাজিত থাকেন ৩৩ বলে ৪২ রান করে। দুজনের চেষ্টার পরও তেমন বড় হয়নি নোয়াখালীর পুঁজি।

ঢাকার পক্ষে ১টি করে উইকেট নেন হাত ঘোরানো ৬ বোলারের সবাই।
সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস: ২০ ওভারে ১৩৩/৬ (সোহান ৬, সৌম্য ১, সাদাকাত ২৪, মুনিম ২, মাহিদুল ৪, নাবি ৪২*, হায়দার ৪৭, হাশিম ০*; ইমাদ ৪-০-১৬-১, তাসকিন ৪-০-২৮-১, সাইফ উদ্দিন ৪-০-৩০-১, জিয়াউর ৪-১-২৬-১, নাসির ৩-০-২৪-১, আল মামুন ১-০-৬-১)।

ঢাকা ক্যাপিটালস: ১৪.১ ওভারে ১৩৪/৩ (গুরবাজ ০, আল মামুন ১, নাসির ৯০*, ইরফান ১২, ইমাদ ২৯*; হাসান ৩-০-১৭-২, নাবি ৩-০-৩১-০, সাদাকাত ১-০-১৮-০, রেজাউর ২.১-০-২৭-০, হাশিম ২-০-৮-০, জাহির ৩-০-৩২-১)।

ফল: ঢাকা ক্যাপিটালস ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: নাসির হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।