ঢাকাWednesday , 5 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ

BDKL DESK
November 5, 2025 5:20 pm
Link Copied!

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবে ডিসেম্বরে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে লিটন দাসের দলের সেই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না।

পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর। শুরুতে ইতিবাচক সাড়া দিলেও শেষ পর্যন্ত সিরিজটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের একটু বিশ্রাম দিতেই শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছে না বাংলাদেশ।

সিরিজটি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘না, আমরা শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি না। হচ্ছে না ওইটা।’ ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ায় বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারতে হবে টাইগারদের।

কদিন আগেই শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী ১১ নভেম্বর থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। আয়ারল্যান্ড সিরিজ শেষে ১৯ ডিসেম্বর থেকে বিপিএল খেলতে নামবেন লিটনরা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) আয়োজনের পরিকল্পনা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে আইসিসির শর্ত পূরণের জটিলতায় শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টটি স্থগিত করতে বাধ্য হয় লঙ্কান বোর্ড। খেলোয়াড়দের প্রস্তুতির ঘাটতি কাটাতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছিল শ্রীলঙ্কা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।