এশিয়া কাপ থেকে চেনা ছন্দে নেই জাকের আলী অনিক। তার স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচিত হয়েছেন পুরো আসরে একটা ছক্কাও না মারতে পারায়। এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নিষ্প্রভ ছিলেন জাকের। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই অব্যাহত এই বাঁহাতির অফফর্ম। দলে জাকেরের জায়গা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সতীর্থ তাওহীদ হৃদয় ঢাল হয়ে দাঁড়িয়েছেন জাকেরের পাশে।
আবুধাবিতে গতকাল (৮ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। মূলত ম্যাচটা প্রথম ইনিংসেই হেরে গেছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮.৫ ওভারে মাত্র ২২১ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল।
৫৩ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশ কক্ষপথে ফিরেছিল তাওহীদ হৃদয়-মিরাজের ১০১ রানের জুটিতে। তখন ২৫০-২৬০ রানকে সম্ভাব্য স্কোর বলে মনে করা হচ্ছিল। কিন্তু হৃদয়ের বিদায়ের পর মড়ক লাগে বাংলাদেশের ইনিংসে। কোনো জুটিই গড়তে পারেনি টাইগাররা। আর এই মড়কের শুরুটা ছয়ে নামা জাকের আলীর বিদায়ের মধ্য দিয়ে। ১০ রান করে রশিদ খানের বলে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি।
২০২৪ সালে দারুণ ফর্মে থাকা জাকের চলতি বছর অনেকটাই ম্লান। বিশেষ করে এশিয়া কাপ থেকে তার ব্যাটে ভাটার টান। টি-টোয়েন্টির ব্যর্থতা টেনে এনেছেন ওয়ানডেতেও। তবে এরপরও ওয়ানডেতে জাকেরের ফর্মের পক্ষেই ব্যাট ধরলেন হৃদয়।
সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, (এশিয়া কাপের আগে) দারুণ ছন্দে ছিল, এখনো তো মনে হয় ভালোই খেলছে। বিগত ওয়ানডে ইনিংসগুলো যদি দেখেন, আমার মনে হয় ভালো টাচে আছে।’
এক ফরম্যাটের ফর্মকে আরেক ফরম্যাটে টেনে তুলনা করতেও বারণ করেন হৃদয়, ‘আপনাদের সমস্যা, মনে হয় আমার কাছে, একটা ফরম্যাটের সাথে আরেকটা ফরম্যাট তুলনা করেন।’
জাকেরের পক্ষে ব্যাট করতে নেমে এরপর কিছুটা রক্ষণাত্মক খেললেন হৃদয়, ‘আমার মনে হয়, সে (জাকের) যথেষ্ট ভালো অবস্থায় আছে। হ্যাঁ, একটা খেলোয়াড় সবসময় ভালো খেলে না। বিশ্বের যত বড় খেলোয়াড়ই হোক, কখনোই ধারাবাহিকভাবে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলতে পারে না। ব্যাডপ্যাচ যেতেই পারে। আমি ব্যাডপ্যাচও বলব না। হয়ত এক্সিকিউশনে কোথাও ঝামেলা আছে, আশা করি এটাও সামনে ভালো হবে ইনশা-আল্লাহ।’
তবে, হৃদয় স্বীকার না করলেও ওয়ানডেতেও জাকেরের বাজে ফর্মের কথা ফাঁস করে দিচ্ছে পরিসংখ্যান। ২০২৪ সালে খেলা পাঁচ ওয়ানডেতে প্রায় ৫৩ গড়ে ব্যাট করা জাকেরের গড় ২০২৫ সালে নেমেছে ৩৭.৫০ তে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।