আবুধাবি টি-টেন লিগে সাকিব আল হাসান ও সাইফ হাসানের পর দল পেলেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। রোববার (১৬ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতির মাধ্যমে তাসকিনের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তাকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।
এর আগে, ড্রাফটের আগেই নতুন দল রয়্যাল চ্যাম্পস ‘গ্লোবাল লিজেন্ড’ ক্যাটাগরিতে সাকিব আল হাসানকে দলে নেয়। এরপর গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত ড্রাফট থেকে ‘বি’ ক্যাটাগরিতে সাইফ হাসানকে দলে টানে অ্যাসপিন স্ট্যালিয়ন্স।
ড্রাফটে ‘সি’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানা (ভিস্তা রাইডার্স) দল পেলেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় তার এবারের আসরে খেলা হচ্ছে না।
প্রসঙ্গত, ৮ দলের অংশগ্রহণে টি-টেন লিগের জমজমাট এই আসরটি আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
