চীনে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশের মেয়েদের অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে চলমান ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরই চীনের উদ্দেশে রওনা দেবেন তারা। সিরিজটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৪ সদস্যের এই স্কোয়াডে চলমান পাকিস্তান সিরিজের অনেকেই আছেন। খেলবেন সুমাইয়া আক্তার, অচেনা জান্নাত, সাদিয়া নুসরাতরা। স্কোয়াডের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে আছেন লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিন।
এই প্রথম দ্বিপক্ষীয় কোনো সিরিজ খেলতে চীন সফরে যাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল। মূলত, সম্পর্ক উন্নয়নের জন্যই দেশটিতে সফর করবে দলটি। সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর চীনে পৌঁছানোর কথা বাংলাদেশের। ৩টি সিরিজ খেলে ২২ ডিসেম্বর দেশে ফিরবে যুবা মেয়েরা।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল: অচেনা জান্নাত, সাদিয়া নুসরাত, সুমাইয়া আক্তার, আরতি মন্ডল, সাদিয়া ইসলাম, অদৃতা নওশের, মায়মুনা নাহার, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, ববি খাতুন, কুমারি শ্রাবণী, অতসী মজুমদার, জেরিন তাসনিম ও লামিয়া মৃধা।
স্ট্যান্ড বাই: লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস, জিম আফরিন।
চীন সফরের সূচি:
প্রথম টি–টোয়েন্টি: ১৭ ডিসেম্বর, হাংজু।
দ্বিতীয় টি–টোয়েন্টি: ১৯ ডিসেম্বর, হাংজু।
তৃতীয় টি–টোয়েন্টি: ২১ ডিসেম্বর, হাংজু।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
