বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পর জাতীয় দলের কোচের পদে থাকবেন না তিনি। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ‘আয়ারল্যান্ড সিরিজের পর তিনি (সালাউদ্দিন) পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য প্রদানের পূর্বে আমরা অভ্যন্তরীণ আলোচনা করব।’
জানা গেছে, কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ইমেইলে পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। সালাউদ্দিন তার পদত্যাগপত্র ইমেইলের মাধ্যমে বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরীকে পাঠান। তিনি পদত্যাগ পত্রটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠালে তিনি গ্রহণ করেন।
এর আগে কোচ সালাউদ্দিনের পদত্যাগ জমা দিতে সকালে বিসিবি কার্যালয়ে আসেন। কিন্তু মাঝ দুপুরে পদত্যাগপত্র জমা না দিয়ে ফিরে যান তিনি। তার সঙ্গে আনা পদত্যাগপত্র বিসিবি গ্রহণ করেনি নাকি তিনি সিদ্ধান্ত বদল করেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দিনের শুরুতে ক্রিকেটভিত্তিক সংবাদ মাধ্যম ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে জানায়, মোহাম্মদ সালাউদ্দিন তার বর্তমান ভূমিকায় সন্তুষ্ট নন। যে কারণে বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকলেও, মাত্র এক বছরের মাথায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
সালাউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় কারণ মনে করা হচ্ছে আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়াকে। আগামী ৬ নভেম্বর দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

