ঢাকাThursday , 20 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

কখনও ভাবিনি ১০০ টেস্ট খেলতে পারব: মুশফিক

BDKL DESK
November 20, 2025 10:30 pm
Link Copied!

আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা ঐতিহাসিক টেস্ট ম্যাচটি মুশফিকুর রহিমের ক্যারিয়ারে এক বিশেষ অধ্যায় হয়ে রইল। দেশের হয়ে শততম টেস্ট খেলার এই নজিরবিহীন অর্জন নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি জানালেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। তিনি অকপটে স্বীকার করলেন, বাংলাদেশের জার্সি গায়ে ১০০টি টেস্ট খেলার স্বপ্ন তিনি নিজেও কখনো দেখেননি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ। আসলে আমি নিজেও কখনও বিশ্বাস করিনি যে বাংলাদেশি প্লেয়ার হিসেবে আমি ১০০ টেস্ট খেলতে পারব। এটি আমার জন্য অনেক বড় অর্জন।’

তিনি মনে করেন, এই মাইলফলক কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং সতীর্থ, ক্রিকেটভক্ত এবং দেশের সবার জন্যই গর্বের বিষয়।

৯৯ রানে অপরাজিত থাকার নতুন অভিজ্ঞতা আইরিশদের বিপক্ষে এই টেস্টের প্রথম দিন শেষে মুশফিক অপরাজিত ছিলেন ৯৯ রানে। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি তিনি। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘গত ২০ বছরে আমি সারাদিন ব্যাট করে কখনো ৯৯ রানে অপরাজিত থাকিনি। ফলে এটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা ছিল এবং আমি বিষয়টা উপভোগ করেছি।’

ভবিষ্যৎ প্রজন্ম ও বিসিবির প্রতি কৃতজ্ঞতা অভিজ্ঞতার ঝুলি পূর্ণ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কথাও ভাবছেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

তিনি বলেন, ‘সামনে যে কয়টা ম্যাচ খেলি, তার প্রভাব যেন থাকে। ড্রেসিংরুমে এমন দুই-একজন খেলোয়াড় তৈরি করে দিয়ে যেতে চাই, যাতে আমার অনুপস্থিতিতে দলের শূন্যস্থানটা পূরণ হয়।’

শততম টেস্ট উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সম্মাননা জানিয়েছে, তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিক।

তিনি বলেন, ‘আমি বিসিবিকে আবারও ধন্যবাদ দিতে চাই। সকালে যা হয়েছে, তার জন্য আমি সম্মানিত বোধ করছি। এমন স্বীকৃতি যেকোনো ক্রিকেটারের জন্যই বড় অনুপ্রেরণা।’

মুশফিকের ব্যাটেই এই ম্যাচে বাংলাদেশ দলের ইনিংস মজবুত ভিত্তি পায়, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।