ঢাকাWednesday , 10 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

এশিয়া কাপের আগেই সুখবর পেলেন মুস্তাফিজ, লিটনরা

BDKL DESK
September 10, 2025 10:19 pm
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে বসেছে এবারের এশিয়া কাপ। আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। মহাদেশীয় আসরে নিজেদের মিশন শুরু করার আগেই বাংলাদেশ দল পেল এক দারুণ অনুপ্রেরণার খবর।
বুধবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৬৪১ রেটিং পয়েন্ট নিয়ে নতুন তালিকায় তিনি অবস্থান করছেন ১১ নম্বরে।

সাম্প্রতিক নেদারল্যান্ডস সফরে বাংলাদেশ যে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, সেখানে মুস্তাফিজ ছিলেন সেরা ছন্দে। এই বাঁহাতি পেসার মাত্র ৫.২৮ ইকোনমিতে দুই ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট। সেই পারফরম্যান্সই তাকে এগিয়ে দিয়েছে সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে। যা তাকে নিঃসন্দেহে উজ্জীবিত করবে এশিয়া কাপে।

বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে অবশ্য সুখবর নেই সবার জন্য। রিশাদ হোসেন পিছিয়েছেন তিন ধাপ, নেমে গেছেন ২৪-এ। তার ঠিক পরেই অবস্থান পেসার তাসকিন আহমেদের। শেখ মেহেদী হাসান এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে, তানজিম হাসান সাকিব এক ধাক্কায় ৮ ধাপ পিছিয়ে এখন ৪৭-এ।

এদিকে আইসিসির সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও জাকের আলির। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭৩ রানের ঝলমলে ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৪১তম স্থানে উঠে এসেছেন লিটন।

বর্তমানে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনের ওপরে আছেন কেবল তানজিদ হাসান তামিম, যিনি তিন ধাপ পিছিয়ে এখন ৩৯তম স্থানে রয়েছেন। অন্যদিকে শেষ টি-টোয়েন্টিতে ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকা জাকের আলি এগিয়েছেন তিন ধাপ, তার অবস্থান এখন ৬০তম। একই ম্যাচে না খেলেও এক ধাপ এগিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান তুলনামূলক দুর্বল। প্রথম ৩৮ জনের মধ্যে নেই কোনো বাংলাদেশি। ৩৯তম স্থানে রয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।