দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের এবারের আসরের খেলা। টুর্নামেন্টে অংশ নিতে দুই ভাগে ভাগ হয়ে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে প্রথম ভাগে আরব আমিরাতের ফ্লাইট ধরেন টাইগার অধিনায়ক লিটন দাস, সাইফ হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসানসহ কোচিং স্টাফের সদস্যরা। আর দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা সন্ধ্যা সাড়ে সাতটায় দুবাইয়ের বিমান ধরবেন।
এদিকে এশিয়া কাপে লড়াইয়ের জন্য বিমান ধরার আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের চূড়ান্ত লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টাইগার ক্রিকেটপ্রেমিদের বিশ্বের সেরা সমর্থক আখ্যা দিয়ে দোয়াও চেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
লিটন লিখেন, ‘আমার এবং আমার দলের জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। আমরা কথা দিচ্ছি সংযুক্ত আরব আমিরাতে আমরা আমাদের সেরাটা দেব — একবারে একটি করে ম্যাচ খেলব, যার চূড়ান্ত লক্ষ্য থাকবে ট্রফি জেতা।’
এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। যেখানে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের সর্বশেষ তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বেশ ভালো আত্মবিশ্বাস সঞ্চার করেছে টাইগাররা।
এশিয়া কাপ শুরুর দুদিন পর ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশের তিনটি ম্যাচই হবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।