ক্রিকেট বোর্ড নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা দিয়েছে ৪৮ টি ক্লাব। এছাড়া, সদ্য অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন,‘এটাকে নির্বাচন বলা যাবে না, হাস্যকর ছাড়া আর কিছুই নয়।’
ক্লাবগুলোর দাবি ছিল—বিগত নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব দেয়া ও পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা। এই দাবিগুলো না মানায় এবং নির্বাচন পেছানোর জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পাঠানো সত্ত্বেও গত ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্লাবগুলোর পক্ষ থেকে মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বুধবার (৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে ঘোষণা দেন যে, তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেবেন না এবং আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ হিসেবে উল্লেখ করেন।
এই ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবালও সংবাদ সম্মেলনে কথা বলেছেন। জাতীয় দলের সাবেক এই ওপেনার বলেন,‘আমি মনে করি যখন আপনি কোনো বিষয় নেগোসিয়েশনে থাকেন, সে কথা পাবলিকলি আনা ঠিক না। আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।