ইংল্যান্ডের টি-টোয়েন্টি সার্কিটে সাম্প্রতিক সময়ে নজরকাড়া পারফরম্যান্স করা অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে ভিড়িয়েছে সিলেট টাইটানস। বিপিএলের আসন্ন আসরে এই ইংলিশ আনক্যাপড ক্রিকেটারকে সিলেটের জার্সিতে দেখা যাবে।
শুক্রবার (১২ ডিসেম্বর) নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুক পোস্টে তারা লিখে, অ্যালার্ট! অ্যালার্ট!! অ্যালার্ট!!! সিলেটের দূর্গে বাজ পড়েছে! ইথান ব্রুকস আইচ্ছইন। ইবার ভাইসাব অখলতের ঘুম হারাম অইযিবো! টাইটানস আর্মি গরম হাওয়া টের ফাওয়া যাইবো। স্বাগতম টাইটান আর্মিতে।
মাত্র দেড় বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৮ ম্যাচ খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২৪ বছর বয়সী ব্রুকস। বিশেষ করে সদ্য সমাপ্ত ভাইটালিটি ব্লাস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আলোচনায় উঠে আসেন তিনি। টুর্নামেন্টে ১৪ ম্যাচ খেলে প্রায় ১৬৭ স্ট্রাইকরেটে করেছেন ৩৮০ রান। তিনটি অর্ধশতকের পাশাপাশি ৫৭টি বাউন্ডারি হাঁকিয়ে ইংলিশ টি-টোয়েন্টি লিগে নিজের শক্ত অবস্থান জানান দেন।
ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার শুধু ব্যাটিংয়েই নয়, বল হাতেও কার্যকর। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৮টি উইকেট নিয়েছেন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ব্রুকস। সব মিলিয়ে ২৮ ম্যাচে তিনটি ফিফটিসহ তার মোট রান ৬৯৫, যেখানে বাউন্ডারি সংখ্যা ৯৯টি।
সিলেট টাইটান্সের দলে ব্রুকসের অন্তর্ভুক্তি মিডল অর্ডারে ব্যাটিং গভীরতা, পাওয়ার হিটিং সক্ষমতা এবং বোলিং ভারসাম্য- এই তিনটি গুরুত্বপূর্ণ দিকই শক্তিশালী করবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। ইংলিশ টি-টোয়েন্টি অভিজ্ঞ এই অলরাউন্ডার বিপিএলের মঞ্চে নিজের পারফরম্যান্স দিয়ে নতুন মাত্রা যোগ করতে পারেন সিলেটের খেলায়।
একনজরে সিলেট টাইটানসের স্কোয়াড
পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), এবাদত হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২২ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার), ইথান ব্রুকস, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
