ঢাকাSunday , 14 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমি মাছ-ভাত খেতে চাই: শোয়েব আখতার

BDKL DESK
December 14, 2025 7:06 pm
Link Copied!

রাজধানীতে পা রেখেছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর পাকিস্তানের কিংবদন্তী শোয়েব আক্তার। বিপিএলে প্রথমবারের মতো যুক্ত হয়ে উচ্ছ্বসিত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। টাইগার স্পিড স্টারকে পরামর্শ দিয়েছেন নিজের গতি ধরে রেখে বল করার। ঢাকা ক্যাপিটালস সমর্থকদের সঙ্গে দেখা করতেও উদগ্রীব সাবেক এই গতিতারকা।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি চলাকালীন বাংলাদেশে এসেছিলেন শোয়েব আখতার। এই পাকিস্তানি ফাস্ট বোলার দীর্ঘ ৯ বছর পা রাখলেন বাংলাদেশে।

ঢাকায় পা রেখেই সময় নিউজের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি জানান এই স্পিডস্টার। দীর্ঘদিন পর ঢাকায় ফিরে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, ‘আমার ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। খুবই ভালো লাগছে। এ দেশে আমার অনেক ফ্যান আছে। যখনই বাংলাদেশ এসেছি ভালো লেগেছে।’

এবারই প্রথম বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করতে যাচ্ছেন শোয়েব, কেমন অনুভূতি হচ্ছে?–এই প্রশ্নের জবাবে এই ৫০ বছর বয়সী বলেন, ‘অনেকদিন ধরেই বিপিএল ফলো করছি। খুব ভালো লিগ এটা। আমি সব সময় বাংলাদেশিদের পছন্দ করি। এখানকার মানুষ খুব ভালো এবং স্মার্ট।’

ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের উদ্দেশে শোয়েব বলেন, ‘ঢাকা ক্যাপিতালসের সমর্থকদের বলতে চাই, আমি এখানে চলে এসেছি। দেখা তো হবেই। তাদের সঙ্গে দেখা করতে চাই।’

ঢাকা ক্যাপিটালসের স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ। দেশের এই গতি তারকা ও ঢাকার অন্যান্য পেসারদের কীভাবে সাহায্য করবেন?–এমন প্রশ্নের জবাবে শোয়েব বলেন, ‘আমি ক্রিকেট নিয়ে যা জানি তাদের সেটাই জানাবো। তাসকিন অনেকদিন ধরেই খেলছে। দারুণ বোলার সে। অনেক জোরে বল করে তাসকিন। খেলাটার প্রতি তার অন্যরকম প্যাশন কাজ করে। তার এ দিকটা আমার খুব ভালো লাগে। সে একজন সৎ ফাস্ট বোলার। তাকে শুভকামনা জানাই।’

তিনি যোগ করেন, ‘তাকে (তাসকিন) বেশি কিছু সাহায্য করার নেই, তবে যতটুকু প্রয়োজন সেটা করব।’

ঢাকায় এসে বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা আছে কি–না সেটিও জানিয়েছেন এই স্পিডস্টার। তিনি বলেন, ‘ঢাকার খাবার আমার খুবই পছন্দ। আমি মাছ দিয়ে ভাত খেতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।