ঢাকাFriday , 12 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগান তারকা ব্যাটারকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

BDKL DESK
December 12, 2025 8:47 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য দল গোছানোর প্রক্রিয়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো একের পর এক চমক দিচ্ছে। শক্তিশালী স্কোয়াড গঠনে এবার মনোযোগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এবার ফ্র্যাঞ্চাইজিটি আফগানিস্তানের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান রহমানউল্লাহ গুরবাজকে নিজেদের শিবিরে যুক্ত করেছে।
আফগান এই তারকাকে দলে নেয়ার বিষয়টি ঢাকা ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে নিশ্চিত করেছে। ঢাকা ক্যাপিটালস মূলত ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে টুর্নামেন্টের শুরুতে না পাওয়ার আশঙ্কায় গুরবাজকে বিকল্প হিসেবে দলে ভিড়িয়েছে।

হেলস বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন। আগামী ৪ জানুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। যদি আবুধাবি ফাইনাল পর্যন্ত পৌঁছায়, তাহলে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে প্রথম দিকে হেলসকে পাচ্ছে না ঢাকা।

তবে রহমানউল্লাহ গুরবাজকেও শুরু থেকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, কারণ তিনিও একই সময়ে আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের প্রতিনিধিত্ব করছেন। তা সত্ত্বেও, ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ আশাবাদী যে, এই দুই বিদেশি তারকার মধ্যে অন্তত একজনকে তারা টুর্নামেন্টের প্রথম থেকেই খেলার জন্য পাবে।

যদি হেলস ও গুরবাজ উভয়কেই টুর্নামেন্টের শুরুতে না পাওয়া যায়, সেক্ষেত্রেও ঢাকা ক্যাপিটালসের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। কারণ তাদের স্কোয়াডে সাইফ হাসান এবং উসমান খানের মতো বিকল্প ওপেনাররা রয়েছেন।

বিপিএলের আসন্ন আসরকে সামনে রেখে ঢাকা ক্যাপিটালস বিদেশিদের নিয়ে বেশ শক্তিশালী দল তৈরি করেছে। হেলস, গুরবাজ ও উসমান খান ছাড়াও তারা দলে ভিড়িয়েছে ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জুবাইদ আকবরী এবং দাসুন শানাকার মতো আন্তর্জাতিক তারকাদের। অন্যদিকে, দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তাসকিন আহমদ, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলামের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।