ঢাকাWednesday , 8 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

BDKL DESK
October 8, 2025 7:24 pm
Link Copied!

সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের বড় পুরস্কার পেলেন বাংলাদেশের নাসুম আহমেদ ও সাইফ হাসান। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন সিরিজসেরা নাসুম, আর ব্যাটারদের মধ্যে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন সাইফ।

বুধবার (৮ অক্টোবর) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। প্রকাশিত নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী, টাইগার বাঁহাতি স্পিনার নাসুম টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৮৭ ধাপ এগিয়ে ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। আর সাইফ টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৭ ধাপ এগিয়ে ৬২৪ রেটিং পয়েন্ট অবস্থান করছেন ১৮তম স্থানে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার পথে বড় ভূমিকা রাখেন নাসুম। মোট পাঁচ উইকেট নেন তিনি, রান দেন ওভারপ্রতি ৫.৫৮ করে। অন্যদিকে সিরিজের শেষ ম্যাচে ৩৮ বলে ৬৪ রানের ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলা সাইফের অবস্থান এখন টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সাইফ এখন সবার উপরে।

আফগান সিরিজে এক ফিফটিতে সর্বোচ্চ ৮৬ রান করে ওপেনার তানজিদ হাসান তামিম ৬ ধাপ এগিয়ে ৩৭তম উঠে এসেছেন। একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৭০ রান করে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ১৮ ধাপ এগিয়ে আছেন ৫৩তম স্থানে। শামীম হোসেন পাটওয়ারী করতে পেরেছেন ৩৩ রান। ৮ ধাপ অগ্রগতি হয়ে তিনি আছেন ৯১তম স্থানে।

বোলারদের মধ্যে তানজিম হাসান সাকিব দুই ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন ওভারপ্রতি ৭.২৫ রান দিয়ে, ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। দুই ম্যাচ খেলা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ওভারপ্রতি ৫.৭৫ করে দিয়ে ২ উইকেট শিকার করে ২১ ধাপ উন্নতি করেছেন, রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯তম অবস্থান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে দ্বাদশ স্থানে আছেন মুস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টি বোলারদের তালিকার আগের মতোই শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। বাংলাদেশ সিরিজে ৬ উইকেট নেওয়া আফগান তারকা লেগ স্পিনার রশিদ খান ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ১০ ধাপ এগিয়ে ত্রয়োদশ স্থানে অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউড।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের ভিশেক শার্মা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শে ১৩ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে। লম্বা লাফ দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজে সেঞ্চুরি করা কিউই টপ অর্ডার ব্যাটসম্যান টিম রবিনসনও। ৫৮ ধাপ উন্নতি করে যৌথভাবে ২২তম স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের সঙ্গে।

এদিকে, ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এবারের সাপ্তাহিক হালনাগাদে। সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৫তম স্থানে রবীন্দ্র জাদেজা। ভারতের আরেক সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলের অগ্রগতি ৪ ধাপ, অবস্থান ৩৫তম। তাদের সতীর্থ টেস্টে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া ধ্রুব জুরেল ২০ ধাপ উন্নতি করে এখন ৬৫ নম্বরে।

টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে যথারীতি শীর্ষে ইংল্যান্ডের জো রুট। বোলারদের তালিকায় আগের মতো চূড়ায় ভারতের জসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ১৪০ রানের জয়ে বল হাতে ৭ উইকেট নেওয়া মোহাম্মেদ সিরাজের উন্নতি ৩ ধাপ। এই ভারতীয় পেসার আছেন দ্বাদশ স্থানে। ৪ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদব এখন ২১ নম্বরে।

আহমেদাবাদে ক্যারিবিয়ানদের বিপক্ষে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতা জাদেজা টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থান আরও মজবুত করেছেন। ৪৩০ রেটিং পয়েন্ট তার। দ্বিতীয় স্থানে থাকা মেহেদী হাসান মিরাজের রেটিং পয়েন্ট ৩০৫। টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে শীর্ষে ফিরেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।