ঢাকাSaturday , 27 April 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হারের কারণ জানালেন সুজন

Sahab Uddin
April 27, 2024 7:04 pm
Link Copied!

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। ঘরের মাটিতে সেই সিরিজের দুই টেস্টেই পরাজয়ের মুখ দেখতে হয়েছিল নাজমুল হোসেন শান্তর দলকে। এক সিরিজ হারে বড় রকমের সমালোচনা সইতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটারদের। আবার ভরাডুবির প্রভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও ছিল অবনমন। সেই টেস্ট সিরিজ হারের কারণ এবার জানালেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

লঙ্কানদের বিপক্ষে কম প্রস্তুতি নিয়ে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ দল এমনটা মত সুজনের। যে কারণে দুই টেস্টেই এমন ভরাডুবি হয়েছে। আজ শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন পুরো কম প্রস্তুতিসম্পন্ন একটি দল খেলেছে। অইখানে যে সফলতা আসবে না এটা সবাই আমরা জানতাম। লাল বলের খেলা কঠিন। এটা এত সহজ না। ছেলেরা এখন আর নিয়মিত বাংলাদেশে লাল বলের খেলা হয় না। সাদা বলের রঙিন পোশাকেই খেলা হচ্ছে।’

‘লাল বলের চর্চাটা কমে যাচ্ছে। আমরা বিপিএল, ডিপিএল শেষ করলাম। এরপর আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট খেলি, আমাদের টেস্ট প্লেয়াররা কোথায় ছিল? ডিপিএলে খেলছিল। তারা তো লাল বলে প্রস্তুত হয়নি। আপনি যদি প্রস্তুতি ছাড়া খেলেন তাহলে টেস্ট হারবেন খুবই স্বাভাবিক। সেটাই হয়েছে আসলে।’- যোগ করেন সুজন।

টিম ম্যানেজমেন্টের কথা উল্লেখ করে সুজন বলেন, ‘আমার মনে হয় টিম ম্যানেজমেন্টের এখানে আরও ফোকাস করা উচিত ছিল। দুইটা টেস্ট ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের হোম কন্ডিশনে। টেস্ট প্লেয়ারদের অনেক আগেই ডিপিএল থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল লাল বলের ট্রেনিংয়ের জন্য। কেন ওরা করেননি ওরা জানে।’

যদিও এই সিরিজ দিয়ে টেস্ট দল বিবেচনা করতে নারাজ সুজন, ‘শ্রীলঙ্কা সিরিজ দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। এটা আমাদের প্রস্তুতির অভাব। আশা করি বিসিবি থেকে উদ্যোগ নেওয়া হবে আমাদের লাল বলের প্লেয়াররা হয়ত প্রিমিয়ার লিগের পর একটা বিশ্রাম নিয়ে রাজশাহী বা বগুড়া চলে যাবে লম্বা ট্রেনিং ক্যাম্পের জন্য। অইটা যদি হয় তাহলে বলতে পারি সামনে যেসব টেস্ট ম্যাচ হবে সেখানে আমরা ঘুরে দাঁড়াব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।