বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। নাজমুল ইসলামের পদত্যাগ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই বলে জানিয়েছেন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিথুন।
বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল আজ। তবে ক্রিকেটারদের বয়কটের কারণে ঢাকা পর্বের প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি।
বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বাজে মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম। এরপরই তার পদত্যাগ দাবি করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তবে সেই পরিচালক পদত্যাগ না করায় নিজেদের অবস্থানে অনড় থাকেন ক্রিকেটাররা।
গতকাল রাতেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, বিসিবির ওই কর্মকর্তার সঙ্গে দফায় দফায় কথা হলেও কোনো ফল আসেনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন ডাকে কোয়াব। সেখানে উপস্থিত ছিলেন কোয়াব-এর সভাপতি মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা। তাদের মতে, শুধু এক কারণেই খেলা থেকে সরে যায়নি তারা।
সংবাদ সম্মেলনে মিঠুন বলেন, ‘আমরা এখনও ঐ অবস্থানেই আছি। সোহান প্রথমেই যেটা বলেছে, আমরা খেলার বিপক্ষে না। সব কিছুর একটা সীমা আছে। সীমা ছাড়িয়ে গেলে… শুধু আমার না, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করেছে। সবাইকে অপমান করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে উনি (নাজমুল) অপমান করেছেন। ক্রিকেটের প্রতি ওনার কোনো সম্মান নেই। আমরা অবশ্যই খেলতে চাই, তবে দাবি মেনে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, খেলার জন্য তৈরি আছেন ক্রিকেটাররা। তবে এর আগে বিসিবিকে নিশ্চিত করতে হবে যে নাজমুল ইসলাম পদত্যাগ করেছেন। এছাড়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান পরিষ্কার করতে হবে।
মিঠুন নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেছেন, ‘একটা পর্যায়ে এসে তারা (বিসিবি) ওএসডি করতে চেয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি। তারপর উনার জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়েছিল। তাদের প্রসিডিউর অনুযায়ী, ৪৮ ঘণ্টা সময় লাগবে। আমি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছি।’
মিঠুন বলেন, ‘আলোচনা করার পরে আমাদের প্রশ্নটা হচ্ছে ৪৮ ঘণ্টা পরে যদি উনি এখান থেকে পদত্যাগ না করেন, তারপরেও তো আমাদের খেলা বন্ধ করতে হচ্ছে। উনারা এখন অনুরোধ করতেছে আমাদের খেলতে। আমাদের প্রতিবাদ স্বরূপ প্রথম ম্যাচ আমরা বাদ দিলাম। দ্বিতীয় ম্যাচ থেকে যদি আমরা খেলতেও যাই তারা ৪৮ ঘণ্টা যে সময় চেয়েছে। ৪৮ ঘণ্টা পর যদি উনাকে না সরানো হয় তাহলে আল্টিমেটলি আবার খেলা বন্ধ হয়ে যাবে।’
তবে বিসিবি যদি নাজমুল ইসলামের পদত্যাগের বিষয়ে নিশ্চয়তা দেয়, তাহলে সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামার জন্য ক্রিকেটাররা তৈরি বলেও জানিয়েছেন তারা। তবে মিঠুন জানিয়েছেন, বিসিবি এখনও তাদের কোনো নিশ্চয়তা দেয়নি।
‘আমরা মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে উনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে; ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে। যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে তখন তাদের উপর কোনো দায়ভার থাকবে না এবং সেটার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নেবে। এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি। এটা যদি বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে। আমরা এটা নিয়ে তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ধরনের নিশ্চয়তা পাইনি।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
