বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিলেও মন গলেনি ক্রিকেটারদের। পরিচালক থেকে তার পদত্যাগের দাবিতে অনড় তারা। এমন অবস্থায় স্থগিত হয়ে গেল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও।
জানা গেছে, রাত ৮ টায় বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির পরিচালকরা। সেই বৈঠকের পরই বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
আল্টিমেটামের পরও বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেননি এম নাজমুল ইসলাম ৷ যদিও তাকে ফিনান্স কমিটিসহ বিসিবির সব কার্যক্রম থেকে ইতোমধ্যে অব্যাহতি দিয়েছে বোর্ড। তবে তাতেও মন গলেনি ক্রিকেটারদের। পদত্যাগ না করা পর্যন্ত তারা ক্রিকেট বর্জনের সিদ্ধান্তে নিজেদের পুরনো অবস্থানে অনড় ৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে সরিয়ে দেওয়ার আশ্বাস পেলে মাঠে ফিরতে রাজি আছেন, দুপুরের সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছিল ক্রিকেটাররা।
তাতে একবার গুঞ্জন উঠেছিল, প্রথম ম্যাচটি স্থগিত হলেও মাঠে গড়াতে পারে দ্বিতীয় ম্যাচটি। সূত্রের খবর, ম্যাচ খেলতে মানসিকভাবে প্রস্তুত ছিল রাজশাহী ওয়ারিয়র্স। রাজি ছিল সিলেট টাইটান্সও। কিন্তু মাঠ থেকে সবশেষ পাওয়া খবর অনুযায়ী, দিনের দ্বিতীয় ম্যাচটিও স্থগিত হচ্ছে। ফলে আজকে বিপিএলের কোনো ম্যাচ মাঠে গড়াচ্ছে না। শঙ্কায় পড়েছে আসরের বাকি ম্যাচগুলো নিয়েও।
জানা গেছে, রাত ৮টায় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে ক্রিকেট বোর্ড। সেখানে উপস্থিত থাকতে পারে ক্রিকেটাররাও।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
