আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইনিংসের শেষ ওভারে বল করতে এসে প্রথম তিন বলে মাত্র ৩ রান খরচ করেন রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল।
শেষ তিন বলে সাব্বির রহমান রুম্মন, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে আউট করার মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ডানহাতি পেসার। রিপনের হ্যাটট্রিকের ম্যাচে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করেছে ঢাকা ক্যাপিটালস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় রাজধানীর দলটি। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন মিলে গড়েন ৫৪ রানের জুটি। দ্রুত ২৭ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন উসমান।
এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। উসমানের পর সর্বোচ্চ ২৪ রান আসে নাসির হোসেনের ব্যাট থেকে।
রিপন মণ্ডল হ্যাটট্রিক নিলেও রাজশাহীর সবচেয়ে সফল বোলার আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভার বল করে মাত্র ২৪ রানের খরচায় চারটি উইকেট নেন তিনি। ৩০ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন রিপন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
