নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করেছে বিসিবি। সেই অনুরোধে এখনও সাড়া দেয়নি আইসিসি।
তবে ভারতীয় গণমাধ্যমে খবর আসে, কলকাতা ও মুম্বাই থেকে বাংলাদেশের ম্যাচ চেন্নাই ও ত্রিভান্দ্রামে সরিয়ে নেওয়া হচ্ছে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনে আইসিসির এক চিঠির বরাত দিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’
পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সামাজিক মাধ্যমে পরিষ্কার করেন, ক্রীড়া উপদেষ্টার বলা ওই চিঠি একটি ‘অভ্যন্তরীণ নোট।’
“ক্রীড়া উপদেষ্টা আজ আইসিসির যে বার্তার কথা বলেছেন, তা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে ঝুঁকি মূল্যায়ন নিয়ে একটি অভ্যন্তরীণ নোট। ভারতের বাইরে ম্যাচ সরিয়ে নিতে বাংলাদেশের অনুরোধের জবাব নয়।”
রাতে বিসিবি এক বার্তায় জানায়, ভেন্যু পরিবর্তন নিয়ে এখনও আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাব তারা পায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
