দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলেছে রংপুর রাইডার্স। বিপিএলের চলতি আসরে প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে ফুরফুরে মেজাজে থাকা দলটির এরপর টানা তিন ম্যাচে হেরেছে।
আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানসের কাছে রংপুর হেরে যায় ৬ উইকেটে।
মাত্র ১১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। মাত্র ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। আর পরের উইকেটে ব্যাট করতে নেমে ২৬ বলে ২১ রান করেন ডানহাতি ব্যাটসম্যান আরিফুল ইসলাম। এছাড়া আফিফ ১২ ও ইথান ব্রুকস ০ রানে আউট হন।
এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার আগে ফিফটি তুলে নেন ইমন। অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় রংপুর। মাত্র ৬ রানে দুই ওপেনার কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয় আউট হন। নাসুম আহমেদের বলে ডাক মারেন মায়ার্স। ৪ রান করে শহীদুল ইসলামের শিকার হন হৃদয়।
চারটি চার মেরে দারুণ শুরু করা লিটন ফেরেন ১২ বলে ২২ রান করে। পাওয়ার প্লেতে ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রংপুর।
১১ম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান সেভাবে বাড়েনি। ১৭ রান করা ইফতিখার আহমেদ ৪০ রানের জুটি গড়ে ফিরে যান। তারপর শুরু হয় ধস। একশ রান করা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারায় রংপুর। ৯৬ রানে ৯ উইকেট পড়েছিল তাদের। মাহমুদউল্লাহর ব্যাটে একশ পার করে দলটি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ২৩ বলে চার বাউন্ডারিতে ২৯ রান করেন। রংপুরের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন খুশদিল শাহ।
মঈন আলী তার চার ওভারে মাত্র ৮ রান দিয়ে ২ উইকেট নেন। তিনটি করে পান নাসুম ও শহীদুল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
