বিপিএলের চলমান মৌসুমের পুরো আসর খেলার জন্য মোহাম্মদ আমিরের সঙ্গে চুক্তি হয়েছিল সিলেট টাইটান্সের। তবে আসরের মাঝপথেই পাকিস্তানের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন তারকা এই ক্রিকেটার। বুধবার (৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
ঠিক কী কারণে আসরের মাঝপথে দল ছেড়েছেন আমির, সেটা স্পষ্ট করেনি সিলেট। তবে ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সিলেটই আমিরকে আর দলের সঙ্গে রাখতে চায়নি। চুক্তির শর্ত অনুযায়ী, ইতোমধ্যে আমিরকে পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট টাইটান্স।
বিপিএলের এবারের মৌসুমে সিলেটের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন আমির। তবে নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি গ্লোবাল এই সুপারস্টার। ৬ ম্যাচ খেলে নিয়েছেন মাত্র ৪ উইকেট। ৩ ম্যাচই ছিলেন উইকেটশূন্য। আর সে কারণেই এবার তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট।
সঠিক পরিমাণ না জানতে পারলেও এবারের বিপিএলে সিলেটের সঙ্গে চড়া মূল্যেই চুক্তি করেছেন আমির। তবে তার পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায়, তার পেছনে এত অর্থ আর ব্যয় করতে চাইছে না সিলেট। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, আর্থিক বিষয়টি বিবেচনায় রেখেই তাকে আর রাখতে চায়নি সিলেট। তবে দুপক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমেই এটা করা হয়েছে। এক্ষেত্রে কোনো জটিলতা হয়নি হলে জানা গেছে।
এদিকে, আমিরের মতো আরও এক পাকিস্তানি তারকাকে একই দিন হারিয়েছে সিলেট। দেশটির তরুণ ওপেনার সাইম আইয়ুব জাতীয় দলের সিরিজের জন্য বাংলাদেশ ছেড়েছেন।চার ম্যাচের পূর্ণ পারিশ্রমিক এই ক্রিকেটারকে বুঝিয়ে দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
