বিপিএলের শুরুতে মালিকানা হারায় চট্টগ্রাম রয়্যালস। কিন্তু টুর্নামেন্টে মাঠের খেলায় তাতে কোনও প্রভাব দেখা যাচ্ছে না। সিলেট টাইটান্সের বিপক্ষে দাপুটে জয়ে ৪ ম্যাচে তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা। সর্বশেষ সিলেটকে তারা ৯ উইকেটে হারিয়েছে। ১২৭ রানের লক্ষ্য চট্টগ্রাম ১ উইকেটে তাড়া করেছে ২৪ বল হাতে রেখে। তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।
টস হেরে শুরুতে ব্যাট করেছে সিলেট। কিন্তু শুরুতেই ছন্দ হারায় তারা। নিয়মিত উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ৭ উইকেটে মাত্র ১২৬ রান তুলতে পারে। ফলে চট্টগ্রামের সামনে দাঁড়ায় ১২৭ রানের সহজ লক্ষ্য।
সিলেটের হয়ে কিছুটা লড়াই করেন আজমতউল্লাহ ওমরজাই। ৪টি চার ও ১ ছক্কায় ৪১ বলে ৪৪ রান করে তিনি। ছিলেন সিলেটের সর্বোচ্চ স্কোরার। তবে অন্য ব্যাটারদের কাছ থেকে উল্লেখযোগ্য সহায়তা না পাওয়ায় বড় জুটি গড়ে ওঠেনি। জুটির অভাবে ভালো স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয় সিলেট।
লক্ষ্য তাড়ায় নেমে একপ্রকার অনায়াসে জয় তুলে নেয় চট্টগ্রাম। মাত্র ১৬ ওভারেই ১ উইকেটে জয়ের বন্দরে নোঙর ফেলেছে।
চট্টগ্রাম মোহাম্মদ নাইমের উইকেটটি শুধু হারিয়েছে। ১১৫ রানের ওপেনিং জুটি উপহার দিয়ে সাজঘরে ফেরেন তিনি। বিদায়ের আগে ৩৭ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ঝড়ো ৫২ রানের ইনিংস খেলেছেন। ম্যাচসেরাও ছিলেন তিনি। অপর প্রান্তে ঝড়ো ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন অ্যাডাম রসিংটন। ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৩ রানে ইনিংসের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভূমিকা রাখেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
