ঢাকাSunday , 14 December 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী দিনেই অনুপস্থিত চার ক্লাব, ওয়াকওভারের কারণে অবনমন

BDKL DESK
December 14, 2025 6:58 pm
Link Copied!

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের শুরুর দিনেই দেখা গেলো এক নজরবিহীন ঘটনা। রোববার (১৪ ডিসেম্বর) উদ্বোধনী দিনে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই ওয়াকওভার দেখা গেছে। চারটি ক্লাব তাদের নিজ নিজ ম্যাচে অনুপস্থিত থাকায় স্বয়ংক্রিয়ভাবে অবনমন হয়েছে।

পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কলাবাগান ক্রীড়া চক্র ও আম্বার স্পোর্টিং ক্লাব তাদের নিজ নিজ ম্যাচে অনুপস্থিত ছিলো। যে কারণে টুর্নামেন্ট থেকে এই চার ক্লাবের অবনমন হয়েছে।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) এক কর্মকর্তা ওয়াকওভারের কারণে চার ক্লাবের অবনমনের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এখন যদি কেউ অংশগ্রহণ করতে চায়, তাহলে তাদের চিঠি দিতে হবে। কিন্তু ক্লাবগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় আর ফিরতে পারবে না।

বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী টায়ার্সের বিপক্ষে পূর্ণ পয়েন্ট পেয়েছে ঢাকা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ২ নম্বর মাঠে পারটেক্স-এর খেলা ছিল বারিধারা ড্যাজলার্সের বিপক্ষে। কিন্তু পারটেক্স না আসায় ওয়াকওভারে জয় পায় বারিধারা। এছাড়া কলাবাগান ও আম্বার— কোনো ক্লাবই মাঠে আসেনি।

অন্যদিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওল্ড ডিওএইচএসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। দিনের আরেক ম্যাচে সিলিকন সিটি গ্রাউন্ডে লালমাটিয়া ক্লাবকে ৫৭ রানে হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব।

আগামীকালও (সোমবার- ১৫ ডিসেম্বর) মাঠে গড়াবে পাঁচটি ম্যাচ। তবে ধারণা করা হচ্ছে, এদিনও অন্তত আরও চারটি ক্লাব ওয়াকওভার দেবে। বিদ্রোহী ক্লাবগুলোর ঘরোয়া লিগে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কারণে যে খেলোয়াড়রা চলমান টুর্নামেন্টে খেলতে পারেননি, তাদের নিয়ে আলাদা একটা টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০টি ক্লাবের টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি হলো- বিকেএসপি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব, বারিধারা ড্যাজলার্স, ধানমন্ডি স্পোর্টস ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, ট্রাই স্টেট ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও উত্তরা ক্রিকেট ক্লাব।

প্রথম বিভাগ ক্রিকেট লিগের সূচিতে নাম থাকলেও অংশগ্রহণ না করা ক্লাবগুলো হলো- পারটেক্স স্পোর্টিং ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, আম্বার স্পোর্টিং ক্লাব, খেলাঘর এসকেএস, সূর্যতরুণ ক্লাব, কাকরাইল বয়েজ ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব।

এই আটটি অনুপস্থিত ক্লাব ও তাদের বাইরের মিলিয়ে অন্তত ৫০ জন খেলোয়াড় শনিবার (১৩ ডিসেম্বর) শের-ই বাংলা স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে মানববন্ধন করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।