ঢাকাMonday , 3 November 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস গড়ে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

BDKL DESK
November 3, 2025 1:20 am
Link Copied!

ঘরের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে তৃতীয়বারের চেষ্টায় প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল হারমানপ্রীত কৌরের দল। সেই সাথে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চ্যাম্পিয়ন হলো ভারত। আর প্রথমবার ফাইনালে উঠে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ল প্রোটিয়ারা।

রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। লক্ষ্য তাড়ায় ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ১০৪ রানের জুটি গড়েন। মান্ধানা ৪৫ রানে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরলে ভাঙে ভারতের ওপেনিং জুটি। তবে একপাশ আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন আরেক ওপেনার শেফালি। দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির কাছে গিয়ে ৮৭ রানে আউট হন এই ওপেনার।

দলীয় ১৬৬ রানে শেফালির বিদায়ের পর দ্রুত বিদায় নেন সেমিফাইনালের নায়ক জেমিমা রদ্রিগেজ। ৩৭ বলে ২৪ রান করে এই ব্যাটারের বিদায়ের পর কমে যায় রানের চাকা। শেষদিকে ৫৮ বলে ৫৮ রান করেন দীপ্তি শর্মা। রিচা ঘোষের ব্যাট থেকে আসে ২৪ বলে ৩৪ রান।

তাতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন আয়াবঙ্গা খাকা এবং ১টি করে উইকেট নেন ক্লোয়ি ট্রাইওন, নাদিন ডি ক্লার্ক ও ননকুলুলেকো এমলাবা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।