আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বলেন বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে আজিজুল হাকিম তামিমের দল। চলমান এই সিরিজের মাঝপথে হঠাৎই বদলে গেল সিরিজের সূচি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশের যুবারা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোক স্বল্পতার কারণে আগেই শেষ হয়ে যাওয়ায় ডার্ক লুইস পদ্ধতিতে ৫ রানে জিতেছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় ম্যাচটি ঘন কুয়াশার পর ভেজা আউটফিল্ডের কারণে বাতিল হয়ে যায়।
আগের সূচি অনুযায়ী, বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের শেষ তিন ওয়ানডে হওয়ার কথা ছিল ৩, ৬ ও ৯ নভেম্বর। রোববার (২ নভেম্বর) বিসিবি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে হবে ৫, ৭ ও ৯ নভেম্বর। আবহাওয়ার কারণেই মূলত সূচিতে এই পরিবর্তন। শেষ তিন ওয়ানডের ভেন্যু রাজশাহী।
গত শুক্রবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি। ম্যাচ শুরু হওয়া তো দূরে থাক। টসই হয়নি। চার ঘণ্টা অপেক্ষার পর বেলা ১টার দিকে জানা যায়, ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়ে আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে করেছে ২৬৫ রান। জবাবে বাংলাদেশ ৪৬ ওভারে ৪ উইকেটে করে ২৩১ রান। শেষ চার ওভারে যখন ৩৫ রানের সমীকরণের সামনে আজিজুল হাকিম তামিমের দল, তখন আলোকস্বল্পতা দেখা দেয়। ডিএলএস মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়।
যুবাদের প্রথম ওয়ানডেতে ডিএলএস মেথডে বাংলাদেশের ৫ রানের জয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে ৫৭ রানে পেয়েছেন ৫ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। বাংলাদেশের জয়ে কালাম সিদ্দিকির ১১৯ বলে ১১ চারে ১০১ রানের ইনিংসও দারুণ অবদান রাখে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    