ঢাকাTuesday , 28 October 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগানিস্তানকে হারিয়ে সিরিজে শুভ সূচনা বাংলাদেশের

BDKL DESK
October 28, 2025 5:50 pm
Link Copied!

প্রথম ম্যাচেই আফগানিস্তানকে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুভসূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে জয় নিশ্চিত করে টাইগার যুবারা। আফগানদের উজাইরউল্লাহ নিয়াজাইয়ের ১৪০ রানের ইনিংস ম্লান হয়ে যায় বাংলাদেশের কালাম সিদ্দিকির দুর্দান্ত সেঞ্চুরির কাছে।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয়া আফগানিস্তানকে একাই টানেন উজাইরউল্লাহ নিয়াজাই। খালিদ আহমেদজাই (৩৪) ও ওসমান সাদাত (১৫) উদ্বোধনী জুটিতে ভালো শুরু করলেও দ্রুত বিদায় নেন। এরপর ফয়সাল খান শিনোজাদা (৩৩) বিদায় নিলে উজাইরউল্লাহ এক প্রান্ত আগলে রাখেন। তিনি ১৩৭ বলে ১৪০ রানের ইনিংস খেলেন, যেখানে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ২৭৫ রান। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন দুর্দান্ত বোলিং করে ৫৭ রান খরচায় একাই ৫টি উইকেট শিকার করেন।

২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই ধাক্কা খায়, হারিয়ে ফেলে জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিমকে। দলীয় ৬০ রানে রিফাত বেগও ফিরে যান। তবে এরপর দলের হাল ধরেন কালাম সিদ্দিকি ও রিজান হক। এই দুই ব্যাটার মিলে ১৩৯ রানের মূল্যবান জুটি গড়েন।

কালাম সিদ্দিকি ১১৯ বলে ১০১ রানের ঝকঝকে ইনিংস খেলে বিদায় নিলে ক্রিজে নামেন মোহাম্মদ আব্দুল্লাহ। রিজান হক ৯৬ বলে ৭৫ ও আব্দুল্লাহ ১৯ বলে ১২ রানে অপরাজিত থাকাকালে আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। তখন ৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৩১ রান। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ম্যাচের নিষ্পত্তি হয় এবং বাংলাদেশকে ৫ রানে বিজয়ী ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।