পাওয়ারপ্লেতে কয়েকটি উইকেট হারিয়ে ম্যাচ দ্রুতই প্রতিপক্ষের হাতে তুলে দেবে—বাংলাদেশের সমর্থকেরা এমন দৃশ্য দেখে দেখে অভ্যস্ত। চট্টগ্রামেও আজ যেন সেই দৃশ্য মঞ্চস্থ করতে নেমেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নবম ওভারেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা।
সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তুলেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৬ রান করেছেন হোপ। এছাড়া ৪৪ রান এসেছে পাওয়েলের ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ১৫ রান করে সেলস-এর বলে শেফার্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তৃতীয় ওভারের পঞ্চম বলে ফেরেন অধিনায়ক লিটন দাস। ৮ বলে ৫ রান করে আকিল হোসেনের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন টাইগার কাপ্তান।
এরপর সাইফ হাসানও ফেরেন দ্রুতই। ৭ বলে ৮ রান করা এই ওপেনারকে শেফার্ডের ক্যাচ বানান আকিল হোসেন। শামীম হোসেন পাটওয়ারী ও নুরুল হাসান সোহানও ফিরেছেন দ্রুত। ৪ বলে ১ রান শামীম ফিরেছেন হোল্ডারের বলে বোল্ড হয়ে। আর ১০ বলে ৫ রান করা সোহানকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান পিয়েরে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

