ঢাকাWednesday , 10 September 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে তাইজুল

BDKL DESK
September 10, 2025 10:22 pm
Link Copied!

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টির চতুর্থ আসরের নিলামে ভিন্নরকম অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য। নিলামের শেষ দিকে তাইজুল ইসলামকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস, তবে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান থেকে গেছেন অবিক্রীত।

মঙ্গলবার অনুষ্ঠিত এই নিলামে ৭৮২ জন নিবন্ধিত খেলোয়াড়ের মধ্যে থেকে বেছে নেওয়া ৫৪১ জনকে তোলা হয় নিলামের তালিকায়। সেখানে অংশ নেন ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার, যার মধ্যে ছিলেন লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলামসহ বেশ কয়েকজন পরিচিত মুখ।

তবে দিনের শুরুটা ছিল হতাশার। প্রথম দিকে কোনো বাংলাদেশি ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ পাননি। বিশেষ করে ১.৫ মিলিয়ন র‌্যান্ড ভিত্তিমূল্যে তালিকায় থাকলেও মুস্তাফিজুর রহমানের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল, ফলে তাকে থাকতে হয়েছে অবিক্রীত।

তবে দিনের শেষদিকে স্বস্তির খবর আসে। টেস্ট স্পেশালিস্ট হিসেবে পরিচিত বামহাতি স্পিনার তাইজুল ইসলাম জায়গা করে নেন ডারবান সুপার জায়ান্টস দলে। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ স্পিন অস্ত্র হিসেবে তার ওপর আস্থা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।