আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। গেলবারের মতো এবারের আসরেও খেলবে মোট আটটি বিভাগীয় দল। ম্যাচগুলো রাজশাহী, বগুড়া এবং সিলেটে অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) আসন্ন আসরকে সামনে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দল ঘোষণা হয়েছে। মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে খুলনার স্কোয়াডে আছেন সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুবদের মতো জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটার।
চট্টগ্রামের দলে অবশ্য তরুণ ক্রিকেটারদেরই আধিপত্য। ইয়াসির আলীর নেতৃত্বে দলটির হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, নাইম হাসান, হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা ।
খুলনা স্কোয়াড : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, ইমরানউজ্জামান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, টিপু সুলতান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরণ্য, জায়েদ উল্লাহ, আব্দুল হালিম, ইয়াসিন মুনতাসির।
স্ট্যান্ডবাই : নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, শাহরিয়ার সাকিব, মাসুম খান টুটুল, অমিত মজুমদার, রবিউল ইসলাম রবি, তানভীর হোসেন।
চট্টগ্রাম স্কোয়াড : সাদিকুর রহমান, মাহমুদুল হাসান জয়, সৈকত আলী, মুমিনুল হক, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী রাব্বি, ইরফান শুক্কুর, নাইম হাসান, হাসান মুরাদ, আশরাফুল হাসান রোহান, হাসান মাহমুদ, আহমেদ শরিফ, ফরহাদ হোসেন, মেহেদী হাসান রানা, রুবেল।
স্ট্যান্ডবাই : জিল্লুর রহমান বিজয়, শামীম মিয়া, ইরফান হোসেন, মেহেদী হাসান, কফিল উদ্দিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।