ঢাকাSaturday , 15 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তানকে হারিয়ে ২০ বছর পর নিউজিল্যান্ডের ট্রফি জয়

BDKL DESK
February 15, 2025 2:39 pm
Link Copied!

ট্রফি জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাফল্যের স্বাদ পেল নিউজিল্যান্ড। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০ বছর পর বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে কিউইরা।
পাকিস্তানের দেয়া ২৪৩ রানের লক্ষ্য ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় নিউজিল্যান্ড। রান তাড়ায় শুরুতেই উইল ইয়াং আউট হলেও ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসনের ব্যাটে সহজ জয়ের ভিত গড়ে উঠে। উইলিয়ামসন ৩৪ রান করে ফিরলেও ৭৪ বলে ৪৮ রান করা কনওয়ে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে যান।

পরবর্তী সময়ে ড্যারিল মিচেল (৫৮ বলে ৫৭) ও টম ল্যাথামের (৬৪ বলে ৫৪) দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ল্যাথাম দুটি ক্যাচ তুলে দিলেও পাকিস্তানি ফিল্ডাররা তা ধরতে ব্যর্থ হন, যা নিউজিল্যান্ডের জন্য বাড়তি সুবিধা বয়ে আনে।

এর আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতেই ধাক্কা খায়। বাবর আজম ভালো শুরু করেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। মিডল অর্ডারে মোহাম্মদ রিজওয়ান (৭৬ বলে ৪৬) ও সালমান আগার (৬৫ বলে ৪৫) ব্যাটিংয়ে ভর করে দলটি লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায়।

শেষ দিকে তাইয়াব তাহিরের ৩৩ বলে ৩৮ ও ফাহিম আশরাফের ২১ বলে ২২ রানের ইনিংসে পাকিস্তানের রান ২৪৩ পর্যন্ত গড়ায়। তবে সেটি যথেষ্ট হয়নি।
এই জয়ের ফলে একুশ শতকে খেলা সাদা বলের ১৩তম ফাইনালে নিউজিল্যান্ড পেল পঞ্চম জয়। ২০০৫ সালের পর বহুজাতিক টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি জয়, যা দলটির জন্য বড় প্রাপ্তি।

পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৪২ (রিজওয়ান ৪৬, সালমান ৪৫, তাহির ৩৮, বাবর ২৯; ও’রুর্ক ৪/৪৩, স্যান্টনার ২/২০, ব্রেসওয়েল ২/৩৮)।
নিউজিল্যান্ড: ৪৫.২ ওভারে ২৪৩/৫ (মিচেল ৫৭, ল্যাথাম ৫৬, কনওয়ে ৪৮, উইলিয়ামসন ৩৪; নাসিম ২/৪৩)।
ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: উইলিয়াম ও’রুর্ক।
ম্যান অব দ্য সিরিজ: সালমান আলী আগা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।