দুই দলের প্রতিদ্বন্দ্বিতার এগার বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানকে হারাল আফগানিস্তান। তবে তাদের চেয়ে বেশি করে এই জয়টা আর কেউই চায়নি। অবশেষে শারজায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল আফগানরা। আর এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়েও গেল তারা।
অবশ্য এ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ পারফর্ম করে জয় পায় স্বাগতিক আফগানিস্তান। খেলায় ফিরেই মোহাম্মদ নবী ব্যাটে-বলে দারুণ নৈপূণ্য দেখিয়ে দলকে জয় এনে দেন।
টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। সময় গড়ানোর সাথে সাথে আফগানরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাতে করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি পাকিস্তান। এটি টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের সর্বনি¤œ রানের হিসেবে পঞ্চম স্থানে আছে। ব্যাটিংয়ে সর্বোচ্চ ১৮ রান আসে ইমাদ ওয়াসিমের ব্যাট থেকে। কোনো পাকিস্তানি ব্যাটারই ২০ রানে পৌঁছাতে পারেননি।
আফগানিস্তানের বোলারদের মধ্যে ফজল হক ফারুকী, মুজিব উর রহমান এবং মোহাম্মদ নবী দুটি করে উইকেট তুলে নেন।
জবাবে, বোলারদের অর্জন বিসর্জন দিতে বসেছিল আফগান ব্যাটাররা। ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। পঞ্চম উইকেটে মোহাম্মদ নবী ও নাজিবুল্লাহ জাদরান ৪৯ বলে ৫৩ রান দলের ইনিংসে যোগ করে আফগানিস্তানের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন। ৩৮ বলে ৩ চার আর এক ছক্কায় ৩৮ রানের ম্যাচ জেতানো ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন মোহাম্মদ নবী।
তাছাড়া এই জয়ে আফগানিস্তান প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর গৌরবও পেল। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।