ঢাকাSunday , 11 January 2026
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

ছেলের বিপিএল অভিষেকের সঙ্গী হলেন বাবা

BDKL DESK
January 11, 2026 9:58 pm
Link Copied!

বিপিএলের মঞ্চে রবিবার এক ইতিহাস রচিত হলো। ম্যাচের আগে বাবা মোহাম্মদ নবিই নোয়াখালী এক্সপ্রেসের ক্যাপ পড়িয়ে দিলেন ছেলে হাসান ইসাখিলকে। পরে ছেলের সঙ্গে কিছুক্ষণ ব্যাটও করলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। শুধু ম্যাচে অংশগ্রহণ নয়, বিপিএল অভিষেকে ব্যাটিংয়ে ইসাখিলের অসাধারণ পারফরম্যান্স পুরো খেলার আবহকে আরও রঙিন করে তুললো।ক্রিকেটের অঙ্গনে এমন আয়োজন নিয়মিত দেখা যায়, তবে বাবা–ছেলের এই মুহূর্তটি বিপিএলের জন্য বিশেষ। বহুদিন ধরে দলের সঙ্গে অনুশীলন করলেও প্রথমবার একসঙ্গে ম্যাচ খেলার সুযোগ পেলেন তাঁরা। ১৯ বছর বয়সী ইসাখিল বিপিএল অভিষেকে মাত্র ৬০ বলে ৯২ রান করেন। চতুর্থ উইকেটে বাবা–ছেলের জুটি গড়ে তারা দলের রান বাড়াতে সাহায্য করেন। জুটির ৫৩ রানের মধ্যে ইসাখিলের ব্যাট থেকে আসে ৩৪ রান, নাবির ব্যাট থেকে আসে ১৭। ম্যাচের শেষ পর্যায়ে নাবি ১৮তম ওভারে আউট হন এবং এরপর ইসাখিলও শেষ পর্যন্ত কোনো রান করতে পারেননি। তার ইনিংসে ছিল ৭টি চার এবং ৬টি ছক্কা।

ক্রিকেটের পরিবারের নজির

নাবি আফগান ক্রিকেটের প্রথম বড় তারকা এবং দীর্ঘদিনের কিংবদন্তি। ৪১ বছর বয়সী অলরাউন্ডার এই বিপিএল আসরে নবমবার খেলছেন। তার ছেলে ইসাখিল মূলত ওপেনিং ব্যাটসম্যান এবং আফগান অনূর্ধ্ব-১৯ দলের গুরুত্বপূর্ণ সদস্য। দেশের বাইরে লিগে খেলছেন এটি তার প্রথম সুযোগ।

এমন বাবা–ছেলের জুটি ক্রিকেট ইতিহাসে নতুন নয়। এর আগে শিবনারাইন চান্দারপল ও তেজনারাইন চান্দারপল ক্যারিবিয়ায় একসঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। ইংল্যান্ডের কিংবদন্তি ডব্লিউ জি গ্রেস তার ছেলে চার্লসের সঙ্গে খেলেছেন, আর সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্ট খেলেছেন তার বাবা মিকি স্টুয়ার্টের সঙ্গে।

আন্তর্জাতিক ক্রিকেটেও বাবা–ছেলের প্রথম নজরকাড়া জুটি হয়েছে সম্প্রতি, যখন ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলেছেন সুহাইল সাত্তার এবং তার ছেলে ইয়াহিয়া সাত্তার। মেয়ে-মা জুটির নজিরও আছে, যেমন সুইজারল্যান্ডের মেটি ফার্নান্দেস ও তার মেয়ে ন্যায়না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।