ঢাকাSunday , 16 February 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, উদ্বোধনী ও ফাইনালের তারিখ নির্ধারণ

BDKL DESK
February 16, 2025 9:07 pm
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিসিআই। ঐতিহ্য অনুযায়ী মেগা এই ফ্র্যাঞ্চাইজি লিগের উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সূচি প্রকাশ করা হয়।
আগামী ২২ মার্চ ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে। ঐতিহাসিকভাবে ২০০৮ সালে এই দুই দলের ম্যাচ দিয়েই আইপিএল শুরু হয়েছিল। এবারের আসরে ১৩টি ভেন্যুতে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনসে, ২৫ মে।

লিগপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে রয়েছে- মুম্বাই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ, যেটি মুম্বাইয়ে ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর ২২ মার্চ ও ১৭ মে আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। ১৩ ও ২৪ এপ্রিল হবে বেঙ্গালুরু ও রাজস্থানের ম্যাচ। বেঙ্গালুর ও চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দুটি হবে ২৮ মার্চ ও ৩ মে। ২৩ মার্চ ও ২০ এপ্রিল মাঠে গড়াবে চেন্নাই ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ। চেন্নাই ও কলকাতার মধ্যকার দুটি ম্যাচ হবে ১১ এপ্রিল ও ৭ মে। ২৯ মার্চ ও ৬ মে মাঠে গড়াবে মুম্বাই বনাম গুজরাটের ম্যাচ।

প্রথম কোয়ালিফায়ারের ম্যাচটি হবে ২০ মে, হায়দরাবাদে। এলিমিনেটরের ম্যাচ ২১ মে, হায়দরাবাদ (তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে)। ২৩ মে ইডেন গার্ডেন্সে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে ২৫ মে, ইডেন গার্ডেন্সে।
প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বর মাসে সৌদির জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল মেগা নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় কেনায় মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচ করে। মোট ১৮২ জন খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ৬২ জন বিদেশি। তবে ৩৯৫ জন খেলোয়াড় অবিক্রিত থেকে গেছেন। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো তারকা ক্রিকেটার দল পাননি। তেমনি বাংলাদেশের কোনো খেলোয়াড়ের প্রতিও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসরের পূর্ণাঙ্গ সূচি

তারিখ

ম্যাচ

সময়

ভেন্যু

২২ মার্চ ২০২৫

কলকাতা-বেঙ্গালুরু

রাত ৮টা

কলকাতা

২৩ মার্চ ২০২৫

হায়দরাবাদ-রাজস্থান

বিকেল ৪টা

হায়দরাবাদ

২৩ মার্চ ২০২৫

চেন্নাই-মুম্বাই

রাত ৮টা

চেন্নাই

২৪ মার্চ ২০২৫

দিল্লি-লখনৌ

রাত ৮টা

বিশাখাপত্তনম

২৫ মার্চ ২০২৫

গুজরাট-পাঞ্জাব

রাত ৮টা

আহমেদাবাদ

২৬ মার্চ ২০২৫

রাজস্থান-কলকাতা

রাত ৮টা

গুয়াহাটি

২৭ মার্চ ২০২৫

হায়দরাবাদ-লখনৌ

রাত ৮টা

হায়দরাবাদ

২৮ মার্চ ২০২৫

চেন্নাই-বেঙ্গালুরু

রাত ৮টা

চেন্নাই

২৯ মার্চ ২০২৫

গুজরাট-মুম্বাই

রাত ৮টা

আহমেদাবাদ

৩০ মার্চ ২০২৫

দিল্লি-হায়দরাবাদ

বিকেল ৪টা

বিশাখাপত্তনম

৩০ মার্চ ২০২৫

চেন্নাই-রাজস্থান

রাত ৮টা

গুয়াহাটি

৩১ মার্চ ২০২৫

মুম্বাই-কলকাতা

রাত ৮টা

ওয়াংখেড়ে

১ এপ্রিল ২০২৫

লখনৌ-পাঞ্জাব

রাত ৮টা

লখনৌ

২ এপ্রিল ২০২৫

বেঙ্গালুরু-গুজরাট

রাত ৮টা

বেঙ্গালুরু

৩ এপ্রিল ২০২৫

হায়দরাবাদ-কলকাতা

রাত ৮টা

কলকাতা

৪ এপ্রিল ২০২৫

লখনৌ-মুম্বাই

রাত ৮টা

লখনৌ

৫ এপ্রিল ২০২৫

চেন্নাই-দিল্লি

বিকেল ৪টা

চেন্নাই

৫ এপ্রিল ২০২৫

পাঞ্চাব-রাজস্থান

রাত ৮টা

মুল্লানপুর

৬ এপ্রিল ২০২৫

কলকাতা-লখনৌ

বিকেল ৪টা

কলকাতা

৬ এপ্রিল ২০২৫

গুজরাট-হায়দরাবাদ

রাত ৮টা

হায়দরাবাদ

৭ এপ্রিল ২০২৫

মুম্বাই-বেঙ্গালুরু

রাত ৮টা

ওয়াংখেড়ে

৮ এপ্রিল ২০২৫

পাঞ্জাব-চেন্নাই

রাত ৮টা

মুল্লানপুর

৯ এপ্রিল ২০২৫

গুজরাট-রাজস্থান

রাত ৮টা

আহমেদাবাদ

১০ এপ্রিল ২০২৫

বেঙ্গালুরু-দিল্লি

রাত ৮টা

বেঙ্গালুরু

১১ এপ্রিল ২০২৫

চেন্নাই-কলকাতা

রাত ৮টা

চেন্নাই

১২ এপ্রিল ২০২৫

লখনৌ-গুজরাট

বিকেল ৪টা

লখনৌ

১২ এপ্রিল ২০২৫

হায়দরাবাদ-পাঞ্জাব

রাত ৮টা

হায়দরাবাদ

১৩ এপ্রিল ২০২৫

রাজস্থান-বেঙ্গালুরু

বিকেল ৪টা

জয়পুর

১৩ এপ্রিল ২০২৫

দিল্লি-মুম্বাই

রাত ৮টা

দিল্লি

১৪ এপ্রিল ২০২৫

লখনৌ-চেন্নাই

রাত ৮টা

লখনৌ

১৫ এপ্রিল ২০২৫

পাঞ্জাব-কলকাতা

রাত ৮টা

মুল্লানপুর

১৬ এপ্রিল ২০২৫

দিল্লি-রাজস্থান

রাত ৮টা

দিল্লি

১৭ এপ্রিল ২০২৫

মুম্বাই-হায়দরাবাদ

রাত ৮টা

ওয়াংখেড়ে

১৮ এপ্রিল ২০২৫

বেঙ্গালুরু-পাঞ্জাব

রাত ৮টা

বেঙ্গালুরু

১৯ এপ্রিল ২০২৫

গুজরাট-দিল্লি

বিকেল ৪টা

আহমেদাবাদ

১৯ এপ্রিল ২০২৫

রাজস্থান-লখনৌ

রাত ৮টা

জয়পুর

২০ এপ্রিল ২০২৫

পাঞ্জাব-বেঙ্গালুরু

বিকেল ৪টা

মুল্লানপুর

২০ এপ্রিল ২০২৫

মুম্বাই-চেন্নাই

রাত ৮টা

ওয়াংখেড়ে

২১ এপ্রিল ২০২৫

গুজরাট-কলকাতা

রাত ৮টা

কলকাতা

২২ এপ্রিল ২০২৫

লখনৌ-দিল্লি

রাত ৮টা

লখনৌ

২৩ এপ্রিল ২০২৫

হায়দরাবাদ-মুম্বাই

রাত ৮টা

হায়দরাবাদ

২৪ এপ্রিল ২০২৫

বেঙ্গালুরু-রাজস্থান

রাত ৮টা

বেঙ্গালুরু

২৫ এপ্রিল ২০২৫

চেন্নাই-হায়দরাবাদ

রাত ৮টা

চেন্নাই

২৬ এপ্রিল ২০২৫

পাঞ্জাব-কলকাতা

রাত ৮টা

কলকাতা

২৭ এপ্রিল ২০২৫

মুম্বাই-লখনৌ

বিকেল ৪টা

ওয়াংখেড়ে

২৭ এপ্রিল ২০২৫

দিল্লি-বেঙ্গালুরু

রাত ৮টা

দিল্লি

২৮ এপ্রিল ২০২৫

রাজস্থান-গুজরাট

রাত ৮টা

জয়পুর

২৯ এপ্রিল ২০২৫

দিল্লি-কলকাতা

রাত ৮টা

দিল্লি

৩০ এপ্রিল ২০২৫

চেন্নাই-পাঞ্জাব

রাত ৮টা

চেন্নাই

১ মে ২০২৫

রাজস্থান-মুম্বাই

রাত ৮টা

জয়পুর

২ মে ২০২৫

গুজরাট-হায়দরাবাদ

রাত ৮টা

আহমেদাবাদ

৩ মে ২০২৫

বেঙ্গালুরু-চেন্নাই

রাত ৮টা

বেঙ্গালুরু

৪ মে ২০২৫

রাজস্থান-কলকাতা

বিকেল ৪টা

কলকাতা

৪ মে ২০২৫

পাঞ্জাব-লখনৌ

রাত ৮টা

ধর্মশালা

৫ মে ২০২৫

হায়দরাবাদ-দিল্লি

রাত ৮টা

হায়দরাবাদ

৬ মে ২০২৫

গুজরাট-মুম্বাই

রাত ৮টা

ওয়াংখেড়ে

৭ মে ২০২৫

চেন্নাই-কলকাতা

রাত ৮টা

কলকাতা

৮ মে ২০২৫

পাঞ্জাব-দিল্লি

রাত ৮টা

ধর্মশালা

৯ মে ২০২৫

লখনৌ-বেঙ্গালুরু

রাত ৮টা

লখনৌ

১০ মে ২০২৫

হায়দরাবাদ-কলকাতা

রাত ৮টা

হায়দরাবাদ

১১ মে ২০২৫

পাঞ্জাব-মুম্বাই

বিকেল ৪টা

ধর্মশালা

১১ মে ২০২৫

দিল্লি-গুজরাট

রাত ৮টা

দিল্লি

১২ মে ২০২৫

রাজস্থান-চেন্নাই

রাত ৮টা

চেন্নাই

১৩ মে ২০২৫

বেঙ্গালুরু-হায়দরাবাদ

রাত ৮টা

বেঙ্গালুরু

১৪ মে ২০২৫

গুজরাট-লখনৌ

রাত ৮টা

আহমেদাবাদ

১৫ মে ২০২৫

দিল্লি-মুম্বাই

রাত ৮টা

ওয়াংখেড়ে

১৬ মে ২০২৫

রাজস্থান-পাঞ্জাব

রাত ৮টা

জয়পুর

১৭ মে ২০২৫

বেঙ্গালুরু-কলকাতা

রাত ৮টা

বেঙ্গালুরু

১৮ মে ২০২৫

গুজরাট-চেন্নাই

বিকেল ৪টা

আহমেদাবাদ

১৮ মে ২০২৫

লখনৌ-হায়দরাবাদ

রাত ৮টা

লখনৌ

২০ মে ২০২৫

কোয়ালিফায়ার ১

রাত ৮টা

হায়দরাবাদ

২১ মে ২০২৫

এলিমিনেটর

রাত ৮টা

হায়দরাবাদ

২৩ মে ২০২৫

কোয়ালিফায়ার ২

রাত ৮টা

কলকাতা

২৫ মে ২০২৫

ফাইনাল

রাত ৮টা

কলকাতা

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।