আগামী ডিসেম্বরে বিপিএল আয়োজনের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তি ও শর্ত অনুযায়ী অন্তত ৫টি ফ্র্যাঞ্চাইজি পেলেও তাদের নিয়েই আসর আয়োজনের পরিকল্পনা। তবে আয়োজনের দায়িত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের কোম্পানি ‘আইএমজি’র সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তির কাজ শেষ হয়নি।
আগামী বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পাশাপাশি নতুন ভেন্যু হিসেবে যোগ হতে পারে রাজশাহী অথবা বরিশালের নাম।
শনিবার (১১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম প্রাঙ্গনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব জানান টুর্নামেন্টের সদস্য সচিব ও বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
বিপিএলের সময়সূচি নিয়ে মিঠু বলেন, ‘গত ৩-৪ দিন আগে বিপিএলের গভার্নিং কাউন্সিল গঠন করা হয়েছে। সুতরাং আমাদের প্রথম সিদ্ধান্তটা নিতে হয়েছে এত অল্প সময়ে আমরা বিপিএল করব কিনা। আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি……সেদিন (নতুন কমিটির প্রথম বোর্ড মিটিংয়ের পর) প্রেস কনফারেন্সেও বলেছি বিপিএল আয়োজন করবে। সময়টা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি মাঝামাঝি উইন্ডোতে।’
ফ্র্যাঞ্চাইজির সংখ্যা নিয়ে তিনি বলেন, ‘এটা নতুনভাবে শুরু হচ্ছে কারণ আগে যত দলের সঙ্গে চুক্তি ছিল এসব শেষ হয়েছে। কালই আমাদের ইওআই কাগজটা আসবে। ইওআইতে আমরা ১০টা অঞ্চলের কথা বলেছি। এখান থেকে আমাদের যে উইন্ডোটা আছে….এ বছর যেহেতু অল্প সময় এ জন্য আমরা ৫ দলের বিপিএল করতে চাই। তাই বলে ৬-৭টা হবে না সেটা বলছি না। কিন্তু এই মাসের উইন্ডোতে ৫ টা দল নিয়ে করতে চাই। আমাদের প্রথম অগ্রাধিকার ৫টা দল।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।